শিরোনামঃ
সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ বিটিএ’র পক্ষ থেকে নব নিযুক্ত পরিচালককে অভিনন্দন বিকাশ দেওয়ান ছিলেন একজন সফল এমডি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফেরতের দাবিতে বিক্ষোভ কক্সবাজার বঙ্গবন্ধু বীচ ও বীর মুক্তিযোদ্ধা বীচ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধুর সমাধিতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল শ্রমিক নেতৃবৃন্দের শ্রদ্ধা সুচনাকে মেয়র হিসেবে গ্রহন করলেন ঢাকাস্থ কুমিল্লা মহানগর নাগরিক ফোরাম কক্সবাজারের সুগন্ধা বিচের নতুন নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করায় ধন্যবাদ জ্ঞাপন গ্রীস ফেরত অসুস্থ বেলায়েত হোসেনের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক

রুমা-রোয়াংছড়ি-থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আবার বাড়ল

#
news image

বান্দরবান: বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। এ অবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে বান্দরবান জেলা প্রশাসন। 

প্রথমে ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয় রুমা ও রোয়াংছড়ি উপজেলায়। পরে ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে আবার নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। পরে গণবিজ্ঞপ্তি জারি করে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। এরপর সর্বশেষ মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চার উপজেলা থেকে আলীকদম উপজেলাকে বাদ দিয়ে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বাংলানিউজকে জানান, সন্ত্রাস দমনে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে যৌথবাহিনীর অভিযান চলছে। এ অবস্থায় এসব উপজেলায় বেড়াতে গিয়ে যাতে দেশি-বিদেশি কোনো পর্যটক সমস্যায় না পড়েন, সেজন্য আগামী ১২ নভেম্বর পর্যন্ত রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।  

তিনি আরও জানান, বান্দরবানের অন্য চারটি উপজেলা বান্দরবান সদর, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়িতে  কোনো নিষেধাজ্ঞা নেই। আর এসব উপজেলায় পর্যটকরা অনায়াসে বেড়াতে পারবেন। এদিকে ১৮ অক্টোবর থেকে বান্দরবানের চার উপজেলায় নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই বান্দরবান জেলা পর্যটকশূন্য হয়ে পড়েছে। বেকার সময় কাটাচ্ছেন জেলার হোটেল-মোটেল ও পর্যটকবাহী যানবাহনসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  1:39 AM

news image

বান্দরবান: বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। এ অবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে বান্দরবান জেলা প্রশাসন। 

প্রথমে ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয় রুমা ও রোয়াংছড়ি উপজেলায়। পরে ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে আবার নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। পরে গণবিজ্ঞপ্তি জারি করে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। এরপর সর্বশেষ মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চার উপজেলা থেকে আলীকদম উপজেলাকে বাদ দিয়ে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বাংলানিউজকে জানান, সন্ত্রাস দমনে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে যৌথবাহিনীর অভিযান চলছে। এ অবস্থায় এসব উপজেলায় বেড়াতে গিয়ে যাতে দেশি-বিদেশি কোনো পর্যটক সমস্যায় না পড়েন, সেজন্য আগামী ১২ নভেম্বর পর্যন্ত রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।  

তিনি আরও জানান, বান্দরবানের অন্য চারটি উপজেলা বান্দরবান সদর, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়িতে  কোনো নিষেধাজ্ঞা নেই। আর এসব উপজেলায় পর্যটকরা অনায়াসে বেড়াতে পারবেন। এদিকে ১৮ অক্টোবর থেকে বান্দরবানের চার উপজেলায় নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই বান্দরবান জেলা পর্যটকশূন্য হয়ে পড়েছে। বেকার সময় কাটাচ্ছেন জেলার হোটেল-মোটেল ও পর্যটকবাহী যানবাহনসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।