ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার স্টোররুম থেকে জেলে পুনর্বাসনের ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ চাল উদ্ধার করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা লালমোহন পৌরসভার স্টোররুমে অভিযান চালিয়ে সরকারি জেলে পুনর্বাসনের ৩০ কেজি করে ২০ বস্তা চাল উদ্ধার করা হয়। পৌর কর্তৃপক্ষ দাবি করেছে, ওই চাল বিতরণের সময় ২০ জেলে না আসায় তাদের চাল স্টোররুমে পড়ে রয়েছে। তবে আমরা বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেছি। তারা আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। তদন্ত শেষে আমরা জানতে পারব এ চালের মূল রহস্য।
Leave a Reply