সিলেট প্রতিনিধি : করোনা ভাইরাসের নতুন ধরনের মধ্যে সিলেটে এলেন আরো ১৫০ যুক্তরাজ্য প্রবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় তাদের সরাসরি নগরের কয়েকটি হোটেলে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
বিমানবন্দরে করোনা নেগেটিভ সনদসহ আগতদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার পর সরকারি নির্দেশনায় সেনাবাহিনী ও পুলিশের সার্বিক তত্ত্বাবধানে তাদেরকে পাঁচটি বাসে করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিজি-২০২ ফ্লাইটে করে ১৫০ জন সিলেটের বাসিন্দা লন্ডন থেকে আসেন। তাদেরকে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। নগরীর আম্বরখানা এলাকায় হোটেল ব্রিটেনিয়াতে ৩৮ জন, জেলরোডস্থ হোটেল অনুরাগে ১৯ জন, দরগাহ গেটস্থ হোটেল নূরজাহানে ১৬ জন, হোটেল হলিগেটে ৩৪ জন, হোটেল হলি সাইডে ১২ জন, স্টার প্যাসিফিক হোটেলে ১৩ জন এবং লা রোজে ১৮ জন রয়েছেন।
Leave a Reply