অনলাইন ডেস্ক : আরব আমিরাতে ভবন থেকে পড়ে সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসাইন (৩৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির শারজাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে।
জানা গেছে, মোশাররফরা ৪ ভাই ১ বোন। ভাইদের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার ছোট দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে শেষবারের মতো দেশের বাড়িতে এসেছিলেন মোশাররফ।
নিহতের চাচা মাওলানা খালেদ আনছারী জানান, মোশাররফ গাড়ি চালাত। শুক্রবার কিছু নির্মাণ শ্রমিককে পৌঁছে দিতে শারজাহয় গিয়েছিল। সেখানে একটি তিনতলা ভবনে উঠে ছাদ মনে করে প্লাস্টিকের সিলিংয়ে পা রাখতেই সেটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
Leave a Reply