লন্ডন আওয়ামীলীগ নেতা সাদেক ভাই সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে জাতির জনকের ভাস্কর্যটি নিজস্ব প্রপার্টিতে বানিয়েছেন আর এরজন্য উনাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে
জামাত বিএনপি অনেক ষড়যন্ত্র করেছে ভাস্কর্যটি নিয়ে পরিশেষে টাওয়ার হ্যামলেট কাউন্সিল থেকে এই এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তিনি কাউন্সিল থেকে স্থায়ী অনুমতি নিয়েছেন প্রতিদিন শত শত দেশী বিদেশী মানুষ ভাস্কর্যটি দেখেন এবং বিদেশীরা বঙ্গবন্ধুকে নতুনভাবে জানতেছে প্রায়ই বিভিন্ন দিবসে এবং মনটা খারাপ হয়ে গেলেই নীরবে ভাস্কর্যটির সামনে কিছুক্ষন দাড়িয়ে থাকি
সাদেক ভাই শত কিংবা হাজার কোটি টাকার মালিকনা কিন্তু জাতির জনকের প্রতি তার এই ভালোবাসা আমার মনে বিরাটভাবে দাগ কাটে কতো মানুষ এই পার্টি করে নানানভাবে লাভবান হয়েছেন অথচ সুদূর প্রবাসে সাদেক ভাই কারও সহযোগিতা ছাড়াই এই মহ কাজটি করে দেখিয়ে দিয়েছেন তিনি অন্যদের চাইতে আলাদা কমিউনিটিতে হয়তো সাদেক ভাইকে নিয়ে নানাজন নানাকথা বলে কিন্তু আমার কাছে সাদেক ভাইকে ভালোবাসতে আর কোন কারন লাগেনা এই একটি কারনই যথেষ্ট । মন্তব্যে মাইনুল হুসাইন খান নিখিল ,সেক্রেটারী জেনারল বাংলাদেশ আওয়ামী যুবলীগ ।
Leave a Reply