সিলেট বিভাগের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন দেশ নাট্যগোষ্ঠীর সদস্য বাবুল আহমেদ রুবেল প্রযোজিত নাটক আমাতে তুমি। ১৯৭০ সালের নির্বাচনে চা বাগানের শ্রমিকদের অবদান এবং পাকিস্তানী শোষকগোষ্ঠী দ্বারা নির্যাতিত শ্রমিকদের জীবনের গল্প নিয়ে জনাব সোয়েব সাদিক সজীব রচিত এবং পরিচালিত ফিকশন ‘আমাতে তুমি’র শুটিং শেষ হয়েছে স্বাধীনতার সর্বপ্রথম সদরদপ্তর খ্যাত তেলিয়াপাড়া চা বাগানে। নাটকের প্রযোজনায় শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সদস্য জনাব বাবুল আহমেদ রুবেল। এতে অভিনয় করেছেন বাংলাদেশের সুনামধন্য অভিনেতা শহিদুল আলম সাচ্চু, আরমান পারভেজ মুরাদ, কাজী রাজু, শিপন মিত্র, সূচি খন্দকার, আনজুমান আরা বকুল তাসনোভা ফারিন, মোঃ মাখন মিয়া, বাবুল আহমেদ রুবেল, যোশেফ হাবিব, সহ বাংলাদেশ চলচিত্রের পরিচত অভিনেতারা। তেলিয়াপাড়া চা বাগানের অনেক শ্রমিকবৃন্দও এতে অংশগ্রহন করেছেন। চ্যানেল আই তে ১৬ ডিসেম্বর প্রচারিত হবে বলে জানা যায়।
Leave a Reply