ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকায় জনসচেতনতা বাড়াতে আগামী ২২ জানুয়ারী থেকে শুরু হবে ১০ দিনব্যাপী “মাস্ক আমার, সুরক্ষা সবার” ক্যাম্পেইন, চলবে ৩১ জানুয়ারী পর্যন্ত।
২০ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রোজ- বৃহস্পতিবার সকালে জুম প্ল্যাটফরমে আয়োজিত “মাস্ক আমার, সুরক্ষা সবার” ক্যাম্পেইন সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।
তিনি বলেন, ডিএনসিসির ৫৪ টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ সর্বমোট ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের ১০ দিনে প্রায় ৫ লক্ষ মাস্ক বিতরণ করা হবে। শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
মোঃ আতিকুল ইসলাম করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতামূলক বার্তা মাইকিং করে প্রতিটি ওয়ার্ডে প্রচারের নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply