ঢাকা বিশ্ববিদ্যালযের ৫৩তম সমাবর্তন আজ

অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর, ২০২২, 10:18 PM

ঢাকা বিশ্ববিদ্যালযের ৫৩তম সমাবর্তন আজ
প্রায় দু’তিন বছর পরে শনিবার অনুষ্ঠেয় হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালযের ৫৩তম সমাবর্তন। আর এ অনুষ্ঠানকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে শিক্ষা সমাপনীর আনন্দ। এরইমধ্যে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের সমাবর্তনের অ্যাকাডেমিক কস্টিউম দেওয়া হয়েছে। আর এ কস্টিউম পরে পরিবার, সহপাঠী, পরিচিতদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্রেমবন্দি করে রাখবেন গ্রাজুয়েটরা। শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়ে শেষ হবে দুপুরে।
এবারের সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে। অন্যদিকে, সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। এদিকে ৫৩তম সমাবর্তনের মহড়া শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে ঢাবি উপাঁচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপণ্ডউপাঁচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপণ্ডউপাঁচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট, সিন্ডেকেট ও অ্যাকাডেমিক পরিষদের সদস্য এবং গ্র্যাজুয়েটরা অংশ নেন।
এ সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ৩০ হাজার ৩৪৮জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ১৩১জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭জনকে পিএইচডি, দুইজনকে ডিবিএ এবং ৩৫জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশন করা গ্র্যাজুয়েটদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল সাড়ে ৯টায় গেট খোলা হবে এবং তারা সকাল ১১টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসনগ্রহণ করবেন। অনুষ্ঠানস্থলে নিজ নিজ আসনগ্রহণ করার পর কোনোক্রমেই মঞ্চের আশপাশে ও অন্যান্য স্থানে ঘুরাফেরা করা যাবে না। আমন্ত্রিত অতিথিরা জিমনেসিয়াম সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল ১০টায় গেইট খোলা হবে এবং তারা সকাল সাড়ে ১১টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসনগ্রহণ করবেন। সমাবর্তনস্থলে প্রবেশের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক।
অনলাইন ডেস্ক
১৯ নভেম্বর, ২০২২, 10:18 PM

প্রায় দু’তিন বছর পরে শনিবার অনুষ্ঠেয় হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালযের ৫৩তম সমাবর্তন। আর এ অনুষ্ঠানকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে শিক্ষা সমাপনীর আনন্দ। এরইমধ্যে সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের সমাবর্তনের অ্যাকাডেমিক কস্টিউম দেওয়া হয়েছে। আর এ কস্টিউম পরে পরিবার, সহপাঠী, পরিচিতদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্রেমবন্দি করে রাখবেন গ্রাজুয়েটরা। শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়ে শেষ হবে দুপুরে।
এবারের সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে। অন্যদিকে, সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। এদিকে ৫৩তম সমাবর্তনের মহড়া শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে ঢাবি উপাঁচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপণ্ডউপাঁচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপণ্ডউপাঁচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট, সিন্ডেকেট ও অ্যাকাডেমিক পরিষদের সদস্য এবং গ্র্যাজুয়েটরা অংশ নেন।
এ সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ৩০ হাজার ৩৪৮জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ১৩১জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭জনকে পিএইচডি, দুইজনকে ডিবিএ এবং ৩৫জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশন করা গ্র্যাজুয়েটদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল সাড়ে ৯টায় গেট খোলা হবে এবং তারা সকাল ১১টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসনগ্রহণ করবেন। অনুষ্ঠানস্থলে নিজ নিজ আসনগ্রহণ করার পর কোনোক্রমেই মঞ্চের আশপাশে ও অন্যান্য স্থানে ঘুরাফেরা করা যাবে না। আমন্ত্রিত অতিথিরা জিমনেসিয়াম সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল ১০টায় গেইট খোলা হবে এবং তারা সকাল সাড়ে ১১টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসনগ্রহণ করবেন। সমাবর্তনস্থলে প্রবেশের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক।