শিরোনামঃ
মোহাম্মদপুর এলাকায় একটি বাজারের ক্রয়কৃত দোকান দখল, থানায় অভিযোগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ২০২৪ এর পুনর্জন্ম : উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারীর অগ্রগতি ও উন্নয়নে তথ্য অধিকার আইন চর্চার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ যশোর, বাগেরহাট ও নড়াইলের ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের তিন নেতা ইডিসিএল গিলে খাচ্ছে জগলুল জুড়ীতে ভূয়া রশিদ দিয়ে কুরবানীর পশু বিক্রির অভিযোগ মোমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ

কর্মহীন হয়ে পড়ায় অপরাধ বাড়ছে

#
news image

কর্মহীন হয়ে অপরাধে জড়ানোর হার বাড়ছে, অপরাধ ঝুঁঁকিতে থাকাদের পথ দেখাবে র‌্যাবের ‘নবজাগরণ’

গত ২৫ আগস্ট রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী শরীফ উল্লাহ। ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সময় তাকে ছুরিকাঘাত করেন আব্দুস সামাদ (৩৮) নামের একজন। গ্রেফতার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন সামাদ। তিনি দাবি করেন, কোনো কাজ নেই, সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, হয়েছেন ঋণগ্রস্ত। তাই কোনো উপায় না পেয়ে ছিনতাই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
চলতি বছরের শুরুতে রাজধানীর ওয়ারীর আলমগীর কবিরের (২২) ‘দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ লেখা পোস্টার নিয়েও আলোচনা হয়েছে অনেক দিন। এমন জানা না-জানা হাজারো গল্প তৈরি করেছে মহামারি। বৈশ্বিক পরিস্থিতিতে শ্রীলঙ্কার মতো দেশ হয়েছে দেউলিয়া, বহু দেশের মতো বাংলাদেশও ভুগছে জ্বালানিসহ নানা সংকটে।
এর আগে ১০ মে ২০১৯, সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল উঠল এক পুলিশ কর্মকর্তার দেওয়া স্ট্যাটাসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের ওই সময়ের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জানালেন, একটি সুপার শপ থেকে শিশুদের দুধ চুরি করার সময় ধরা পড়েছেন এক বাবা। তিন মাস চাকরি না থাকায়, দুধের শিশুর কান্না সইতে না পেরে তিনি বেছে নেন এ পথ।
এসব ঘটনার পর সতর্ক হয়েছে আইনশৃঙ্খলা-বাহিনী। বিট পুলিশিংয়ের মাধ্যমে পাড়া-মহল্লায় উঠান বৈঠক, অভাবে পড়লেই অপরাধে জড়িয়ে না পড়ার বিষয়ে সচেতনতা তৈরির কাজ চলছে। ঢাকার ৫০টি থানার মধ্যে নিম্ন আয়ের মানুষদের একটি বড় অংশ বসবাস করে রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, শাহ আলী, দক্ষিণখান, উত্তরখান, ভাটারা, তুরাগ, ডেমরা, শ্যামপুর, মোহাম্মদপুর, পল্লবী, হাতিরঝিল থানা এলাকায়। কয়েকটি থানায় খোঁজ নিয়ে জানা যায়, চুরি, ছিনতাইসহ এমন অপরাধের সংখ্যা ঊর্ধ্বমুখী।
এদিকে বর্তমান সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী, প্রতারক চক্র, চাঁদাবাজ, ধর্ষণকারী, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামি, অপহরণকারী, মানবপাচারকারী, জালনোট কারবারি, ছিনতাইকারী ও ডাকাতসহ বিভিন্ন অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় সমাজকে অপরাধমুক্ত রাখতে ‘নবদিগন্তের পথে’ প্রকল্পের পর এবার ‘নবজাগরণ’ নামে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে র‌্যাব। র‌্যাবের অপরাধ প্রতিরোধবিষয়ক সাম্প্রতিক স্ট্র্যাটেজির আওতায় নতুন প্রকল্পের স্লোগান ‘অপরাধকে না বলুন।’
র‌্যাব সূত্রে জানা যায়, এছাড়া এ প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া, শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়া এবং বেকার ও স্বল্প উপার্জনকারীদের স্বাবলম্বী করার প্রয়াসও হাতে নেওয়া হয়েছে। ‘নবজাগরণ’ হলো র‌্যাবের আর্লি ইন্টারভেনশন। এ প্রকল্পে যাদের নির্বাচিত করা হয়েছে, তারা এখনো অপরাধে জড়ায়নি। তবে জড়ানোর ঝুঁঁকিতে রয়েছে। এর আগে ‘নবদিগন্তের পথে’ নামের প্রকল্পে র‌্যাব যেসব কার্যক্রম করেছে, সেগুলো ছিল পোস্ট ইন্টারভেনশন। সে কার্যক্রমের আওতায় এরই মধ্যে ৪২১ জন অপরাধীকে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার মধ্যে ১৬ জন জঙ্গি, চুরি-ছিনতাইসহ ছোট-বড় নানা অপরাধে ১০৮ জন এবং সুন্দরবন ও চট্টগ্রাম অঞ্চলের ৪০৫ জন জলদস্যু।
এ প্রসঙ্গে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নবজাগরণের ব্যাপ্তি পর্যায়ক্রমে বাড়বে। জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে গ্রাম্য বৈঠক, কমিউনিটি বেজড নানা কর্মসূচি, সভা-সেমিনার এবং মতবিনিময় সভার আয়োজন করা হবে। র‌্যাবের নতুন এই কার্যক্রমে এরই মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।
সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) যৌথ জরিপ জানায়, দেশে করোনাকালে ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এ বছরের জুন মাসে নতুন দরিদ্রের সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লাখ। ‘জীবিকা, খাপ খাইয়ে নেওয়া ও উত্তরণে কোভিড-১৯-এর প্রভাব’ শীর্ষক জরিপের ফলাফলে বলা হয়, আয়, বেকারত্ব, খাদ্য গ্রহণ ইত্যাদি নানা খাতে গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর অঞ্চলের মানুষের আয় করোনার আগের সময়ের তুলনায় ৩০ শতাংশ কমে গেছে। গ্রামাঞ্চলে এ আয় কমেছে ১২ শতাংশ। করোনার আগে শহরাঞ্চলের দরিদ্র মানুষদের মধ্যে বেকারত্বের হার ছিল ৭ শতাংশ, যা সর্বশেষ জরিপে বেড়ে দাঁড়ায় ২৫ শতাংশে। গ্রামে বেকারত্ব করোনাকালে বেড়ে গেছে ৪ শতাংশ।
বর্তমান অবস্থা কেমন হতে পারে, এ প্রশ্নের জবাবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম প্রভাতী খবরকে বলেন, দেশের মূল্যস্ফীতির যে অবস্থা, তাতে গরিবের সংখ্যা আরও বেড়েছে। অবস্থা আরও খারাপ হয়েছে। জুন মাসেই মূল্যস্ফীতি ছিল রেকর্ড, সাড়ে ৭ শতাংশ, এখনো অবস্থার উন্নতি হয়নি। এতে যারা দারিদ্র্যসীমার কাছাকাছি ছিল, তারা নিচে নেমে গেছে। আর যারা আগে থেকেই নিচে ছিল, তাদের অবস্থা আরও সঙিন হয়েছে।
ডিএমপির তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে গত জুন মাসে চুরির ঘটনা ঘটেছে ৫৭টি। জুলাই মাসে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৮টি। বাসা-বাড়ি ছাড়াও জুন মাসে বিভিন্ন সড়ক এবং দোকানে চুরির ঘটনা ঘটেছে ১৩৫টি। আর জুলাই মাসে এর সংখ্যা ছিল ১২১টি। সর্বশেষ ২২ আগস্ট রাজধানীর ইস্কাটনে সাবেক এক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণসহ মালামাল চুরির ঘটনা সামনে এসেছে। এ ধরনের ঘটনা আরও বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও সাবেক গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার মোবাইলে শনিবার বলেন, ‘আমাদের কাছে কিছু ঘটনা আসছে, যারা আগে চাকরি করতেন কিংবা বিভিন্ন পেশায় ছিলেন। এখন অপরাধে জড়িয়ে পড়ছেন। সমস্যা হলো একবার তারা অপরাধীর খাতায় নাম লেখালে পরে আর সংশোধনের সুযোগ পান না। কারাগারে গিয়ে পেশাদার অপরাধীদের সঙ্গে মিশে তারা একই কিংবা আরও ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়েন বাইরে আসার পর।’
সমসাময়িক পরিস্থিতিতে এ অবস্থা থেকে উত্তরণের কোনো সমাধান বাংলাদেশের মতো দেশে নেই বলে মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক ড. নেহাল করিমের। দেশে অপরাধপ্রবণতা সামনে আরও বাড়বে বলে আশঙ্কা তার। তিনি বলেন, নিত্যপণ্যের যে অবস্থা তাতে মানুষের সামনে না খেয়ে থাকার অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় কারও হিতাহিত জ্ঞান থাকে না। অপরাধে জড়ানো নিয়ে তাই কোনো আক্ষেপও থাকবে না। দেশের মানুষ না খেয়ে থাকলে তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই উল্লেখ করে ড. নেহাল বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না এলে চুরি-ছিনতাই নানা অপরাধ প্রতিদিনকার ঘটনা হয়ে উঠতে পারে।

এসএম শামসুজ্জোহা

২৮ আগস্ট, ২০২২,  9:52 PM

news image

কর্মহীন হয়ে অপরাধে জড়ানোর হার বাড়ছে, অপরাধ ঝুঁঁকিতে থাকাদের পথ দেখাবে র‌্যাবের ‘নবজাগরণ’

গত ২৫ আগস্ট রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী শরীফ উল্লাহ। ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সময় তাকে ছুরিকাঘাত করেন আব্দুস সামাদ (৩৮) নামের একজন। গ্রেফতার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন সামাদ। তিনি দাবি করেন, কোনো কাজ নেই, সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, হয়েছেন ঋণগ্রস্ত। তাই কোনো উপায় না পেয়ে ছিনতাই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
চলতি বছরের শুরুতে রাজধানীর ওয়ারীর আলমগীর কবিরের (২২) ‘দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ লেখা পোস্টার নিয়েও আলোচনা হয়েছে অনেক দিন। এমন জানা না-জানা হাজারো গল্প তৈরি করেছে মহামারি। বৈশ্বিক পরিস্থিতিতে শ্রীলঙ্কার মতো দেশ হয়েছে দেউলিয়া, বহু দেশের মতো বাংলাদেশও ভুগছে জ্বালানিসহ নানা সংকটে।
এর আগে ১০ মে ২০১৯, সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল উঠল এক পুলিশ কর্মকর্তার দেওয়া স্ট্যাটাসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের ওই সময়ের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জানালেন, একটি সুপার শপ থেকে শিশুদের দুধ চুরি করার সময় ধরা পড়েছেন এক বাবা। তিন মাস চাকরি না থাকায়, দুধের শিশুর কান্না সইতে না পেরে তিনি বেছে নেন এ পথ।
এসব ঘটনার পর সতর্ক হয়েছে আইনশৃঙ্খলা-বাহিনী। বিট পুলিশিংয়ের মাধ্যমে পাড়া-মহল্লায় উঠান বৈঠক, অভাবে পড়লেই অপরাধে জড়িয়ে না পড়ার বিষয়ে সচেতনতা তৈরির কাজ চলছে। ঢাকার ৫০টি থানার মধ্যে নিম্ন আয়ের মানুষদের একটি বড় অংশ বসবাস করে রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, শাহ আলী, দক্ষিণখান, উত্তরখান, ভাটারা, তুরাগ, ডেমরা, শ্যামপুর, মোহাম্মদপুর, পল্লবী, হাতিরঝিল থানা এলাকায়। কয়েকটি থানায় খোঁজ নিয়ে জানা যায়, চুরি, ছিনতাইসহ এমন অপরাধের সংখ্যা ঊর্ধ্বমুখী।
এদিকে বর্তমান সময়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী, প্রতারক চক্র, চাঁদাবাজ, ধর্ষণকারী, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামি, অপহরণকারী, মানবপাচারকারী, জালনোট কারবারি, ছিনতাইকারী ও ডাকাতসহ বিভিন্ন অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় সমাজকে অপরাধমুক্ত রাখতে ‘নবদিগন্তের পথে’ প্রকল্পের পর এবার ‘নবজাগরণ’ নামে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে র‌্যাব। র‌্যাবের অপরাধ প্রতিরোধবিষয়ক সাম্প্রতিক স্ট্র্যাটেজির আওতায় নতুন প্রকল্পের স্লোগান ‘অপরাধকে না বলুন।’
র‌্যাব সূত্রে জানা যায়, এছাড়া এ প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া, শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়া এবং বেকার ও স্বল্প উপার্জনকারীদের স্বাবলম্বী করার প্রয়াসও হাতে নেওয়া হয়েছে। ‘নবজাগরণ’ হলো র‌্যাবের আর্লি ইন্টারভেনশন। এ প্রকল্পে যাদের নির্বাচিত করা হয়েছে, তারা এখনো অপরাধে জড়ায়নি। তবে জড়ানোর ঝুঁঁকিতে রয়েছে। এর আগে ‘নবদিগন্তের পথে’ নামের প্রকল্পে র‌্যাব যেসব কার্যক্রম করেছে, সেগুলো ছিল পোস্ট ইন্টারভেনশন। সে কার্যক্রমের আওতায় এরই মধ্যে ৪২১ জন অপরাধীকে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার মধ্যে ১৬ জন জঙ্গি, চুরি-ছিনতাইসহ ছোট-বড় নানা অপরাধে ১০৮ জন এবং সুন্দরবন ও চট্টগ্রাম অঞ্চলের ৪০৫ জন জলদস্যু।
এ প্রসঙ্গে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নবজাগরণের ব্যাপ্তি পর্যায়ক্রমে বাড়বে। জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে গ্রাম্য বৈঠক, কমিউনিটি বেজড নানা কর্মসূচি, সভা-সেমিনার এবং মতবিনিময় সভার আয়োজন করা হবে। র‌্যাবের নতুন এই কার্যক্রমে এরই মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।
সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) যৌথ জরিপ জানায়, দেশে করোনাকালে ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এ বছরের জুন মাসে নতুন দরিদ্রের সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লাখ। ‘জীবিকা, খাপ খাইয়ে নেওয়া ও উত্তরণে কোভিড-১৯-এর প্রভাব’ শীর্ষক জরিপের ফলাফলে বলা হয়, আয়, বেকারত্ব, খাদ্য গ্রহণ ইত্যাদি নানা খাতে গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর অঞ্চলের মানুষের আয় করোনার আগের সময়ের তুলনায় ৩০ শতাংশ কমে গেছে। গ্রামাঞ্চলে এ আয় কমেছে ১২ শতাংশ। করোনার আগে শহরাঞ্চলের দরিদ্র মানুষদের মধ্যে বেকারত্বের হার ছিল ৭ শতাংশ, যা সর্বশেষ জরিপে বেড়ে দাঁড়ায় ২৫ শতাংশে। গ্রামে বেকারত্ব করোনাকালে বেড়ে গেছে ৪ শতাংশ।
বর্তমান অবস্থা কেমন হতে পারে, এ প্রশ্নের জবাবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম প্রভাতী খবরকে বলেন, দেশের মূল্যস্ফীতির যে অবস্থা, তাতে গরিবের সংখ্যা আরও বেড়েছে। অবস্থা আরও খারাপ হয়েছে। জুন মাসেই মূল্যস্ফীতি ছিল রেকর্ড, সাড়ে ৭ শতাংশ, এখনো অবস্থার উন্নতি হয়নি। এতে যারা দারিদ্র্যসীমার কাছাকাছি ছিল, তারা নিচে নেমে গেছে। আর যারা আগে থেকেই নিচে ছিল, তাদের অবস্থা আরও সঙিন হয়েছে।
ডিএমপির তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে গত জুন মাসে চুরির ঘটনা ঘটেছে ৫৭টি। জুলাই মাসে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৮টি। বাসা-বাড়ি ছাড়াও জুন মাসে বিভিন্ন সড়ক এবং দোকানে চুরির ঘটনা ঘটেছে ১৩৫টি। আর জুলাই মাসে এর সংখ্যা ছিল ১২১টি। সর্বশেষ ২২ আগস্ট রাজধানীর ইস্কাটনে সাবেক এক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণসহ মালামাল চুরির ঘটনা সামনে এসেছে। এ ধরনের ঘটনা আরও বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও সাবেক গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার মোবাইলে শনিবার বলেন, ‘আমাদের কাছে কিছু ঘটনা আসছে, যারা আগে চাকরি করতেন কিংবা বিভিন্ন পেশায় ছিলেন। এখন অপরাধে জড়িয়ে পড়ছেন। সমস্যা হলো একবার তারা অপরাধীর খাতায় নাম লেখালে পরে আর সংশোধনের সুযোগ পান না। কারাগারে গিয়ে পেশাদার অপরাধীদের সঙ্গে মিশে তারা একই কিংবা আরও ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়েন বাইরে আসার পর।’
সমসাময়িক পরিস্থিতিতে এ অবস্থা থেকে উত্তরণের কোনো সমাধান বাংলাদেশের মতো দেশে নেই বলে মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক ড. নেহাল করিমের। দেশে অপরাধপ্রবণতা সামনে আরও বাড়বে বলে আশঙ্কা তার। তিনি বলেন, নিত্যপণ্যের যে অবস্থা তাতে মানুষের সামনে না খেয়ে থাকার অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় কারও হিতাহিত জ্ঞান থাকে না। অপরাধে জড়ানো নিয়ে তাই কোনো আক্ষেপও থাকবে না। দেশের মানুষ না খেয়ে থাকলে তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই উল্লেখ করে ড. নেহাল বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না এলে চুরি-ছিনতাই নানা অপরাধ প্রতিদিনকার ঘটনা হয়ে উঠতে পারে।