শিরোনামঃ
মোহাম্মদপুর এলাকায় একটি বাজারের ক্রয়কৃত দোকান দখল, থানায় অভিযোগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ২০২৪ এর পুনর্জন্ম : উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারীর অগ্রগতি ও উন্নয়নে তথ্য অধিকার আইন চর্চার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ যশোর, বাগেরহাট ও নড়াইলের ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের তিন নেতা ইডিসিএল গিলে খাচ্ছে জগলুল জুড়ীতে ভূয়া রশিদ দিয়ে কুরবানীর পশু বিক্রির অভিযোগ মোমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ

টিভিএস নতুনধারা ফাউন্ডেশন: ১০০ সাংবাদিকের পুরস্কার নভেম্বরে

#
news image

মটরসাইকেল উৎপাদন কোম্পানি টিভিএস বাংলাদেশ এবং বেসরকারি গবেষণা সংস্থা নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশি ১০০ জন মিডিয়াকর্মীকে "টিভিএস নতুনধারা ফাউন্ডেশন পুরস্কার" প্রদান করবে চলতি বছরের নভেম্বরে। টিভিএস ভারতের তৃতীয় শীর্ষ দুই চাকার যান উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং নতুনধারা ফাউন্ডেশন বাংলাদেশি বেসরকারি গবেষণা সংস্থা। সাংবাদিকদের কর্মে অনুপ্রেরণা যোগাতে নতুনধারা ফাউন্ডেশন ২০১০ সাল থেকে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়। নতুনধারা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শামীম আহমদ জানিয়েছেন ২০২০-২০২১ বর্ষে কৃষি-শিল্প, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা খাতে যুগোপযোগী প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বাছাই করা হবে। "কৃষিভিত্তিক অর্থনীতি এবং ভবিষ্যত বাংলাদেশ" শ্লোগান ধারণ করে কৃষি সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান শুরু করেছিলো ২০১২ সালে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। ২০১০-২০১২ বর্ষে সেরা প্রতিবেদনের জন্য চ্যানেল আইয়ের সাংবাদিক শাইখ সিরাজসহ ২৫ জনকে এই পুরস্কার দেয়া হয়েছিলো। এর পরে ২০১৩-২০১৪ সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়টির সাথে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে পুনরায় এমন আয়োজন করছিলো ২০১৫ সালের ৩ জানুয়ারি। সেবছর নির্বাচিত সেরা সাংবাদিকদের পুরস্কার বিতরণ করতে এসেছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে কৃষকদের সচেতন করার তাগিদ দিয়ে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের অর্থনৈতিক সুবিধা পেতে কৃষকদের সচেতন করতে হবে। তিনি বলেন, কৃষি ও শিল্প খাতে যুগপৎ উৎপাদনশীলতা বাড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্প খাতের অবদান ৪০ শতাংশের পাশাপাশি শিল্প খাতের শ্রমশক্তির পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। দেশের ৬৪ জেলার ১০০ জন বরেণ্য সাংবাদিককে সংবর্ধনা একটি ঐতিহাসিক বিষয় হিসেবে উল্লেখ করছেন তিনি। সংবর্ধনা শেষে 'কৃষি সম্প্রসারণে গণমাধ্যমের গুরুত্ব' শীর্ষক সেমিনারে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিবিসি ঢাকার প্রতিবেদক সায়লা রোকসানা প্রমুখ বক্তব্য দেন। এতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও তথ্য বিভাগের অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে সেবছর পুরস্কার দিয়েছিলো-

ঢাকা অফিসের শায়লা রোকসানা বিবিসি বাংলা, মিজানুর রহমান চৌধুরী দৈনিক যুগান্তর, রাজিব খান আরটিভি, মিনহাজ উদ্দিন রাহাত যমুনা টেলিভিশন, সুদীপ কুমার দে এবিসি রেডিও, আলতাব হোসেন দৈনিক সমকাল, সাহানোয়ার সাইদ শহীন বনিক বার্তা, ইফতেখার মাহমুদ দৈনিক প্রথম আলো, দেলোয়ার জাহান দৈনিক সকালের খবর, ইয়াছির ওয়ারদাদ তন্ময় ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমিনুল ইসলাম এটিএন নিউজ, সিএম আমিনুল মজলিস মাইটিভি, শাহেদ আলী এরশাদ বাংলা নিউজ ২৪.কম, হাসান মোল্লা দৈনিক যায়যায়দিন এবং সাংবাদিক আল ফারুক আজম। চট্টগ্রামের মাসুদ মিলাদ দৈনিক প্রথমআলো, রাশেদুল তুষার দৈনিক কালের কন্ঠ, তাজুল ইসলাম মাছরাঙা টেলিভিশন, সমেন ধর বিজয় টিভি, জাহেদুল আনোয়ার চৌধুরী দৈনিক জনকণ্ঠ, এম আনোয়ার হোসেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এম রাশেদ রায়হান দৈনিক প্রথমআলো গোয়ালন্দ, সোহেল মিয়া দৈনিক আমার দেশ রাজবাড়ী, শহিদুল ইসলাম পাইলট দৈনিক সমকাল শরিয়তপুর, আব্দুর রহিম বাদল দৈনিক যুগান্তর শেরপুর, আব্দুর রহিম দৈনিক সমকাল টাঙ্গাইল, মোহাম্মদ তানভীর হাসান দৈনিক প্রথম আলো মুন্সিগঞ্জ, সৈয়দ নোমান বাংলাদেশ প্রতিদিন ময়মনসিংহ, আল আমিম বাংলাদেশ প্রতিদিন সোনারগাঁও নারায়ণগঞ্জ, ফজলে এলাহি মাকাম এসএ টিভি নরসিংদী, আলপনা আক্তার দৈনিক বাংলাদেশ প্রতিদিন নেত্রকোনা, হায়দার আলী বাসস গোপালগঞ্জ, লুৎফর রহমান এটিএনবাংলা টেলিভিশন জামালপুর, এসএম রেজাউল করিম আমাদের অর্থনীতি ভৈরব কিশোরগঞ্জ, শাজাহান খান দৈনিক ইত্তেফাক মাদারীপুর, মানবেন্দ্র চক্রবর্তী দৈনিক ইত্তেফাক সিংগাইর মানিকগঞ্জ, মাঈনুল ইসলাম চৌধুরী দৈনিক সমকাল বরিশাল, রাহাত খান দৈনিক বাংলাদেশ প্রতিদিন বরিশাল, সুখেন্দু এবদর একুশে টেলিভিশন বরিশাল, নিকুঞ্জ বালা পলাশ জিটিভি বরিশাল, কল্যাণ কুমার চন্দ দৈনিক সংবাদ উজিরপুর বরিশাল, মোস্তফা কাদের এটিএন বাংলা টেলিভিশন বরগুনা, আনোয়ার হোসেন মনোয়ার বাংলাদেশ টেলিভিশন বরগুনা, শিরিনা আফরোজ দৈনিক কালের কন্ঠ পিরোজপুর, এস এম রেজাউল করিম দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঝালকাঠি, ফরহাদ হোসেন চ্যানেলটুয়ান্টিফোর ভোলা, জসীমউদ্দিন দৈনিক আজকের বার্তা বাউফল পটুয়াখালী, মিনারুল হক এটিএন বাংলা টেলিভিশন বান্দরবন, আ.ফ.ম কাউসার এমরান মাইটিভি ব্রাহ্মণবাড়িয়া, রিয়াদুল হক দৈনিক ইত্তেফাক বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, কাজী শাহাদাত দৈনিক চাঁদপুরের কন্ঠ, অজয় দাস মাইটিভি কুমিল্লা, মোহাম্মদ আব্দুর রহিম দৈনিক কুমিল্লার কাগজ, জসীম উদ্দীন বেগ মাছরাঙা টেলিভিশন ফেনী, রফিকুল আনোয়ার দৈনিক নোয়াখালী প্রতিদিন, এবিএম রিপন দৈনিক প্রথমআলো রায়পুর লক্ষীপুর, আব্দুল কুদ্দুস রানা দৈনিক প্রথম আলো কক্সবাজার, আবু দাউদ দৈনিক কালের কন্ঠ খাগড়াছড়ি, ফাতেমা জান্নাত মুমু দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাঙামাটি, নাজমুল হুদা নাসিম দৈনিক যুগান্তর বগুড়া, আশরাফুল ইসলাম রঞ্জু চ্যানেল আই চাপাইনবয়াবগঞ্জ, শাহজাহান শিরাজ মিঠু এনটিভি জয়পুরহাট, এবিএম ফজলুর রহমান দৈনিক সমকাল পাবনা, বাবুল আক্তার রানা দৈনিক বাংলাদেশ প্রতিদিন নওগাঁ, শিহাব উদ্দিন দৈনিক বজ্রপাত কুষ্টিয়া, রক্সি খান আমাদের অর্থনীতি মাগুরা, মহসীন আলী ভোরের ডাক মেহেরপুর, রিফাত বিন তহা যমুনা টেলিভিশন নরাইল, আকরামুল ইসলাম বিজয় টিভি সাতক্ষীরা, শাহজাহান মিয়া আজাদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন রংপুর, জাহাঙ্গীর আলম বাদল আরটিভি রংপুর, সরকার হায়দর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পঞ্চগড়, রিয়াজুল ইসলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর, মিজানুর রহমান মহসিন ভোরের ডাক নীলফামারী, মাহফুজ আলম মনি দৈনিক যুগান্তর নাটোর, আদিত্য চৌধুরী বাংলাভিশন রাজশাহী, তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা খুলনা, আহসানুল করিম দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাগেরহাট, ফাইজার চৌধুরী মাছরাঙা টেলিভিশন চুয়াডাঙ্গা, তবিবর রহমান দৈনিক আলোকিত বাংলাদেশ যশোর, ফসাল আহমেদ এসএটিভি ঝিনাইদহ, ডিপটি প্রধান বিজয় টিভি গাইবান্ধা, নুরবক্ত মিয়া দৈনিক ভোরের ডাক উলিপুর কুড়িগ্রাম, দিলীপ রায় দি ডেইলিস্টার লালমনিরহাট, শাহজালাল বৈশাখী টিভি পঞ্চগড়, আব্দুল লতিফ লিটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঠাকুরগাঁও, শাহ দিদার আলম নবেল দৈনিক বাংলাদেশ প্রতিদিন সিলেট, ইমদাদুর রহমান মিলাদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ সিলেট, এসকে পাল সঞ্চয় বিজয় টিভি হবিগঞ্জ, দীপাঙ্কর ভট্টাচার্য লিটন দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রীমঙ্গল, অরুন চক্রবর্তী বিজয় টিভি সুনামগঞ্জ, ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি- সানাউল হক সানি দৈনিক আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, বেলাল হোসাইন দৈনিক আলোকিত বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাদ্দাম পাটোয়ারী দৈনিক যায়যায়দিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাজ্জাদ আরেফিন দৈনিক কালের কন্ঠ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সুলতানা রাজিয়া বৃষ্টি রেডিও পদ্মা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং ৫টি এফএম রেডিও থেকে- বশির আহমেদ রেডিও চিলমারী, সেলিম শাহরিয়ার রেডিও নলতা, শামীম মৃধা কৃষি রেডিও কৃষি মন্ত্রনালয়, মনির হোসেন কামাল লোকবেতার, শাহ সুলতান শামীম রেডিও সাগরগিরিকে।

পরবর্তীতে নতুনধারার ফাউন্ডেশন এককভাবে প্রতিবছরে ৬৪ জেলার সাংবাদিকদের পুরস্কার প্রদান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে সর্বশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে নৌমন্ত্রী শাজাহান খান নতুনধারা ফাউন্ডেশনের আয়োজনে ১০০ সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এরপরে ২০১৮ সালে জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছিলো। সর্বশেষ ২০১৯ সালের ৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে নতুনধারা ফাউন্ডেশনের আয়োজন করেছিলো সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে চ্যানেল আইয়ের সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমসহ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। নতুনধারা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছেন করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলা করে এই কার্যক্রম নতুন আঙ্গিকে বাস্তবায়ন করবে।  কৃষি, সংস্কৃতি এবং স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত অংশের অনলাইন ভার্সন লিংক ০১৭১১১১১১৩৭ হটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  10:02 PM

news image

মটরসাইকেল উৎপাদন কোম্পানি টিভিএস বাংলাদেশ এবং বেসরকারি গবেষণা সংস্থা নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশি ১০০ জন মিডিয়াকর্মীকে "টিভিএস নতুনধারা ফাউন্ডেশন পুরস্কার" প্রদান করবে চলতি বছরের নভেম্বরে। টিভিএস ভারতের তৃতীয় শীর্ষ দুই চাকার যান উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং নতুনধারা ফাউন্ডেশন বাংলাদেশি বেসরকারি গবেষণা সংস্থা। সাংবাদিকদের কর্মে অনুপ্রেরণা যোগাতে নতুনধারা ফাউন্ডেশন ২০১০ সাল থেকে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়। নতুনধারা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শামীম আহমদ জানিয়েছেন ২০২০-২০২১ বর্ষে কৃষি-শিল্প, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা খাতে যুগোপযোগী প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বাছাই করা হবে। "কৃষিভিত্তিক অর্থনীতি এবং ভবিষ্যত বাংলাদেশ" শ্লোগান ধারণ করে কৃষি সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান শুরু করেছিলো ২০১২ সালে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। ২০১০-২০১২ বর্ষে সেরা প্রতিবেদনের জন্য চ্যানেল আইয়ের সাংবাদিক শাইখ সিরাজসহ ২৫ জনকে এই পুরস্কার দেয়া হয়েছিলো। এর পরে ২০১৩-২০১৪ সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়টির সাথে নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে পুনরায় এমন আয়োজন করছিলো ২০১৫ সালের ৩ জানুয়ারি। সেবছর নির্বাচিত সেরা সাংবাদিকদের পুরস্কার বিতরণ করতে এসেছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে কৃষকদের সচেতন করার তাগিদ দিয়ে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের অর্থনৈতিক সুবিধা পেতে কৃষকদের সচেতন করতে হবে। তিনি বলেন, কৃষি ও শিল্প খাতে যুগপৎ উৎপাদনশীলতা বাড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্প খাতের অবদান ৪০ শতাংশের পাশাপাশি শিল্প খাতের শ্রমশক্তির পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। দেশের ৬৪ জেলার ১০০ জন বরেণ্য সাংবাদিককে সংবর্ধনা একটি ঐতিহাসিক বিষয় হিসেবে উল্লেখ করছেন তিনি। সংবর্ধনা শেষে 'কৃষি সম্প্রসারণে গণমাধ্যমের গুরুত্ব' শীর্ষক সেমিনারে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিবিসি ঢাকার প্রতিবেদক সায়লা রোকসানা প্রমুখ বক্তব্য দেন। এতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও তথ্য বিভাগের অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং নতুনধারা ফাউন্ডেশন যৌথভাবে সেবছর পুরস্কার দিয়েছিলো-

ঢাকা অফিসের শায়লা রোকসানা বিবিসি বাংলা, মিজানুর রহমান চৌধুরী দৈনিক যুগান্তর, রাজিব খান আরটিভি, মিনহাজ উদ্দিন রাহাত যমুনা টেলিভিশন, সুদীপ কুমার দে এবিসি রেডিও, আলতাব হোসেন দৈনিক সমকাল, সাহানোয়ার সাইদ শহীন বনিক বার্তা, ইফতেখার মাহমুদ দৈনিক প্রথম আলো, দেলোয়ার জাহান দৈনিক সকালের খবর, ইয়াছির ওয়ারদাদ তন্ময় ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমিনুল ইসলাম এটিএন নিউজ, সিএম আমিনুল মজলিস মাইটিভি, শাহেদ আলী এরশাদ বাংলা নিউজ ২৪.কম, হাসান মোল্লা দৈনিক যায়যায়দিন এবং সাংবাদিক আল ফারুক আজম। চট্টগ্রামের মাসুদ মিলাদ দৈনিক প্রথমআলো, রাশেদুল তুষার দৈনিক কালের কন্ঠ, তাজুল ইসলাম মাছরাঙা টেলিভিশন, সমেন ধর বিজয় টিভি, জাহেদুল আনোয়ার চৌধুরী দৈনিক জনকণ্ঠ, এম আনোয়ার হোসেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এম রাশেদ রায়হান দৈনিক প্রথমআলো গোয়ালন্দ, সোহেল মিয়া দৈনিক আমার দেশ রাজবাড়ী, শহিদুল ইসলাম পাইলট দৈনিক সমকাল শরিয়তপুর, আব্দুর রহিম বাদল দৈনিক যুগান্তর শেরপুর, আব্দুর রহিম দৈনিক সমকাল টাঙ্গাইল, মোহাম্মদ তানভীর হাসান দৈনিক প্রথম আলো মুন্সিগঞ্জ, সৈয়দ নোমান বাংলাদেশ প্রতিদিন ময়মনসিংহ, আল আমিম বাংলাদেশ প্রতিদিন সোনারগাঁও নারায়ণগঞ্জ, ফজলে এলাহি মাকাম এসএ টিভি নরসিংদী, আলপনা আক্তার দৈনিক বাংলাদেশ প্রতিদিন নেত্রকোনা, হায়দার আলী বাসস গোপালগঞ্জ, লুৎফর রহমান এটিএনবাংলা টেলিভিশন জামালপুর, এসএম রেজাউল করিম আমাদের অর্থনীতি ভৈরব কিশোরগঞ্জ, শাজাহান খান দৈনিক ইত্তেফাক মাদারীপুর, মানবেন্দ্র চক্রবর্তী দৈনিক ইত্তেফাক সিংগাইর মানিকগঞ্জ, মাঈনুল ইসলাম চৌধুরী দৈনিক সমকাল বরিশাল, রাহাত খান দৈনিক বাংলাদেশ প্রতিদিন বরিশাল, সুখেন্দু এবদর একুশে টেলিভিশন বরিশাল, নিকুঞ্জ বালা পলাশ জিটিভি বরিশাল, কল্যাণ কুমার চন্দ দৈনিক সংবাদ উজিরপুর বরিশাল, মোস্তফা কাদের এটিএন বাংলা টেলিভিশন বরগুনা, আনোয়ার হোসেন মনোয়ার বাংলাদেশ টেলিভিশন বরগুনা, শিরিনা আফরোজ দৈনিক কালের কন্ঠ পিরোজপুর, এস এম রেজাউল করিম দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঝালকাঠি, ফরহাদ হোসেন চ্যানেলটুয়ান্টিফোর ভোলা, জসীমউদ্দিন দৈনিক আজকের বার্তা বাউফল পটুয়াখালী, মিনারুল হক এটিএন বাংলা টেলিভিশন বান্দরবন, আ.ফ.ম কাউসার এমরান মাইটিভি ব্রাহ্মণবাড়িয়া, রিয়াদুল হক দৈনিক ইত্তেফাক বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, কাজী শাহাদাত দৈনিক চাঁদপুরের কন্ঠ, অজয় দাস মাইটিভি কুমিল্লা, মোহাম্মদ আব্দুর রহিম দৈনিক কুমিল্লার কাগজ, জসীম উদ্দীন বেগ মাছরাঙা টেলিভিশন ফেনী, রফিকুল আনোয়ার দৈনিক নোয়াখালী প্রতিদিন, এবিএম রিপন দৈনিক প্রথমআলো রায়পুর লক্ষীপুর, আব্দুল কুদ্দুস রানা দৈনিক প্রথম আলো কক্সবাজার, আবু দাউদ দৈনিক কালের কন্ঠ খাগড়াছড়ি, ফাতেমা জান্নাত মুমু দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাঙামাটি, নাজমুল হুদা নাসিম দৈনিক যুগান্তর বগুড়া, আশরাফুল ইসলাম রঞ্জু চ্যানেল আই চাপাইনবয়াবগঞ্জ, শাহজাহান শিরাজ মিঠু এনটিভি জয়পুরহাট, এবিএম ফজলুর রহমান দৈনিক সমকাল পাবনা, বাবুল আক্তার রানা দৈনিক বাংলাদেশ প্রতিদিন নওগাঁ, শিহাব উদ্দিন দৈনিক বজ্রপাত কুষ্টিয়া, রক্সি খান আমাদের অর্থনীতি মাগুরা, মহসীন আলী ভোরের ডাক মেহেরপুর, রিফাত বিন তহা যমুনা টেলিভিশন নরাইল, আকরামুল ইসলাম বিজয় টিভি সাতক্ষীরা, শাহজাহান মিয়া আজাদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন রংপুর, জাহাঙ্গীর আলম বাদল আরটিভি রংপুর, সরকার হায়দর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পঞ্চগড়, রিয়াজুল ইসলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর, মিজানুর রহমান মহসিন ভোরের ডাক নীলফামারী, মাহফুজ আলম মনি দৈনিক যুগান্তর নাটোর, আদিত্য চৌধুরী বাংলাভিশন রাজশাহী, তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা খুলনা, আহসানুল করিম দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাগেরহাট, ফাইজার চৌধুরী মাছরাঙা টেলিভিশন চুয়াডাঙ্গা, তবিবর রহমান দৈনিক আলোকিত বাংলাদেশ যশোর, ফসাল আহমেদ এসএটিভি ঝিনাইদহ, ডিপটি প্রধান বিজয় টিভি গাইবান্ধা, নুরবক্ত মিয়া দৈনিক ভোরের ডাক উলিপুর কুড়িগ্রাম, দিলীপ রায় দি ডেইলিস্টার লালমনিরহাট, শাহজালাল বৈশাখী টিভি পঞ্চগড়, আব্দুল লতিফ লিটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন ঠাকুরগাঁও, শাহ দিদার আলম নবেল দৈনিক বাংলাদেশ প্রতিদিন সিলেট, ইমদাদুর রহমান মিলাদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ্বনাথ সিলেট, এসকে পাল সঞ্চয় বিজয় টিভি হবিগঞ্জ, দীপাঙ্কর ভট্টাচার্য লিটন দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রীমঙ্গল, অরুন চক্রবর্তী বিজয় টিভি সুনামগঞ্জ, ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি- সানাউল হক সানি দৈনিক আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, বেলাল হোসাইন দৈনিক আলোকিত বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাদ্দাম পাটোয়ারী দৈনিক যায়যায়দিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাজ্জাদ আরেফিন দৈনিক কালের কন্ঠ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সুলতানা রাজিয়া বৃষ্টি রেডিও পদ্মা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং ৫টি এফএম রেডিও থেকে- বশির আহমেদ রেডিও চিলমারী, সেলিম শাহরিয়ার রেডিও নলতা, শামীম মৃধা কৃষি রেডিও কৃষি মন্ত্রনালয়, মনির হোসেন কামাল লোকবেতার, শাহ সুলতান শামীম রেডিও সাগরগিরিকে।

পরবর্তীতে নতুনধারার ফাউন্ডেশন এককভাবে প্রতিবছরে ৬৪ জেলার সাংবাদিকদের পুরস্কার প্রদান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে সর্বশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে নৌমন্ত্রী শাজাহান খান নতুনধারা ফাউন্ডেশনের আয়োজনে ১০০ সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এরপরে ২০১৮ সালে জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছিলো। সর্বশেষ ২০১৯ সালের ৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে নতুনধারা ফাউন্ডেশনের আয়োজন করেছিলো সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে চ্যানেল আইয়ের সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমসহ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। নতুনধারা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছেন করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলা করে এই কার্যক্রম নতুন আঙ্গিকে বাস্তবায়ন করবে।  কৃষি, সংস্কৃতি এবং স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত অংশের অনলাইন ভার্সন লিংক ০১৭১১১১১১৩৭ হটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।