বিশ্বব্যাংকের প্রতিবেদন: আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬.৭%

প্রভাতী খবর ডেস্ক
০৮ জুন, ২০২২, 9:40 PM

বিশ্বব্যাংকের প্রতিবেদন: আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬.৭%
আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬.৭% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর চলতি অর্থবছরে (২০২১-২২) জিডিপি প্রবৃদ্ধি ৬.৪% হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ জুন) প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
এর আগে জানুয়ারিতে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬.৯% প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক।
জানা যায়, আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭.৫%। সেই হিসাবে বিশ্বব্যাংকের পূর্বাভাসের সঙ্গে বিস্তর ব্যবধান থাকছে সরকারের লক্ষ্যমাত্রায়।
বিশ্বব্যাংকের মতে, চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি খানিকটা বাড়বে। দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ তেলসমৃদ্ধ আরব দেশগুলোর অর্থনীতি চাঙ্গা হওয়ায় সেখান থেকে রেমিট্যান্স আসা বেড়ে যাওয়াই এর কারণ বলে মনে করছে বিশ্বব্যাংক।
সার্বিক পরিস্থিতির আলোকে বিশ্ব অর্থনীতিতেও প্রবৃদ্ধির পূর্বাভাস অনেকটা কমিয়ে এনেছে বিশ্বব্যাংক।
সংস্থাটি বলছে, চলতি বছর বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হতে পারে ২.৯%, যা গত জানুয়ারিতে দেওয়া পূর্বাভাসের চেয়ে ১.২% কম।
প্রভাতী খবর ডেস্ক
০৮ জুন, ২০২২, 9:40 PM

আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬.৭% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর চলতি অর্থবছরে (২০২১-২২) জিডিপি প্রবৃদ্ধি ৬.৪% হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ জুন) প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
এর আগে জানুয়ারিতে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬.৯% প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক।
জানা যায়, আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭.৫%। সেই হিসাবে বিশ্বব্যাংকের পূর্বাভাসের সঙ্গে বিস্তর ব্যবধান থাকছে সরকারের লক্ষ্যমাত্রায়।
বিশ্বব্যাংকের মতে, চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি খানিকটা বাড়বে। দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ তেলসমৃদ্ধ আরব দেশগুলোর অর্থনীতি চাঙ্গা হওয়ায় সেখান থেকে রেমিট্যান্স আসা বেড়ে যাওয়াই এর কারণ বলে মনে করছে বিশ্বব্যাংক।
সার্বিক পরিস্থিতির আলোকে বিশ্ব অর্থনীতিতেও প্রবৃদ্ধির পূর্বাভাস অনেকটা কমিয়ে এনেছে বিশ্বব্যাংক।
সংস্থাটি বলছে, চলতি বছর বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হতে পারে ২.৯%, যা গত জানুয়ারিতে দেওয়া পূর্বাভাসের চেয়ে ১.২% কম।