শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল মানবাধিকার সংস্থা চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি আদালতে মামলা জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার

ইউরোপে ১০ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ

#
news image

ইউরোপে  ১০ শতাংশেরও বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ । ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি মঙ্গলবার এক রিপোর্টে এ কথা জানায়। 
এজেন্সির এক বিবৃতিতে  বলা হয়, এই রোগের বেশীর ভাগই প্রতিরোধযোগ্য। ‘বায়ু দূষণ, কার্সিনোজেনিক(ক্যান্সার সৃষ্টিকারী) রাসায়নিক, রেডন (রাসায়নিক উপাদান), ইউভি (আল্ট্রাভায়োলেট) এক্সপোজার বিকিরণ এবং একসাথে একজনের ধুমপান থেকে অন্যের শ্বাসতস্ত্রে ধুঁয়া গ্রহন ইউরোপে ১০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী।’ 
তবে ইইএ বিশেষজ্ঞ জেরার্ডো সানচেজ বলেছেন, ‘সমস্ত পরিবেশগত এবং পেশাগত ক্যান্সারের ঝুঁকি কমানো যায়।’
ক্যান্সার ও পরিবেশের মধ্যে এই সংযোগ নিয়ে এজেন্সির রিপোর্ট প্রকাশের আগে গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিকিরণ বা রাসায়নিক কার্সিনোজোনের কারণে পরিবেশগতভাবে  একেবারেই নি¤œ পর্যায়ে কমিয়ে আনা যেতে পারে।’
ইউরোপিয়ান ইউনিয়নে প্রতিবছর ২.৭ মিলিয়ন লোক ক্যান্সারে আক্রান্ত হয় এবং  ১.৩ মিলিয়ন লোক মারা যায়। ইউরোপে প্রায় এক শতাংশ ক্যান্সারের কারন বায়ু দূষণ।

প্রভাতী খবর ডেস্ক

২৮ জুন, ২০২২,  8:45 PM

news image

ইউরোপে  ১০ শতাংশেরও বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ । ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি মঙ্গলবার এক রিপোর্টে এ কথা জানায়। 
এজেন্সির এক বিবৃতিতে  বলা হয়, এই রোগের বেশীর ভাগই প্রতিরোধযোগ্য। ‘বায়ু দূষণ, কার্সিনোজেনিক(ক্যান্সার সৃষ্টিকারী) রাসায়নিক, রেডন (রাসায়নিক উপাদান), ইউভি (আল্ট্রাভায়োলেট) এক্সপোজার বিকিরণ এবং একসাথে একজনের ধুমপান থেকে অন্যের শ্বাসতস্ত্রে ধুঁয়া গ্রহন ইউরোপে ১০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী।’ 
তবে ইইএ বিশেষজ্ঞ জেরার্ডো সানচেজ বলেছেন, ‘সমস্ত পরিবেশগত এবং পেশাগত ক্যান্সারের ঝুঁকি কমানো যায়।’
ক্যান্সার ও পরিবেশের মধ্যে এই সংযোগ নিয়ে এজেন্সির রিপোর্ট প্রকাশের আগে গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিকিরণ বা রাসায়নিক কার্সিনোজোনের কারণে পরিবেশগতভাবে  একেবারেই নি¤œ পর্যায়ে কমিয়ে আনা যেতে পারে।’
ইউরোপিয়ান ইউনিয়নে প্রতিবছর ২.৭ মিলিয়ন লোক ক্যান্সারে আক্রান্ত হয় এবং  ১.৩ মিলিয়ন লোক মারা যায়। ইউরোপে প্রায় এক শতাংশ ক্যান্সারের কারন বায়ু দূষণ।