শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল মানবাধিকার সংস্থা চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি আদালতে মামলা জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় মৃত্যু হাজার ছাড়ালো

#
news image

চলতি মৌসুমে পাকিস্তানে বন্যায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে গেছে। ৫৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে দেশটিতে। বন্যাজনিত কারণে আহত হয়েছেন আরও এক হাজার পাঁচশ জন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আরও অনেকে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির বিভিন্ন বাহিনীর গঠিত টিম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়েছে। তবে আরও তহবিল প্রয়োজন।

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নদী প্লাবিত হয়েছে। এ ছাড়া সিন্ধু, পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রন্ত হয়েছে।

২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে দেশটিতে।

সিন্ধুর বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর রোববার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বেলুচিস্তান যাওয়ার কথা রয়েছে।

সূত্র: জিও নিউজ

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  9:17 PM

news image

চলতি মৌসুমে পাকিস্তানে বন্যায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে গেছে। ৫৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে দেশটিতে। বন্যাজনিত কারণে আহত হয়েছেন আরও এক হাজার পাঁচশ জন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আরও অনেকে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির বিভিন্ন বাহিনীর গঠিত টিম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়েছে। তবে আরও তহবিল প্রয়োজন।

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নদী প্লাবিত হয়েছে। এ ছাড়া সিন্ধু, পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রন্ত হয়েছে।

২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে দেশটিতে।

সিন্ধুর বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর রোববার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বেলুচিস্তান যাওয়ার কথা রয়েছে।

সূত্র: জিও নিউজ