শিরোনামঃ
ইডিসিএল গিলে খাচ্ছে জগলুল জুড়ীতে ভূয়া রশিদ দিয়ে কুরবানীর পশু বিক্রির অভিযোগ মোমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ বিটিএ’র পক্ষ থেকে নব নিযুক্ত পরিচালককে অভিনন্দন বিকাশ দেওয়ান ছিলেন একজন সফল এমডি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফেরতের দাবিতে বিক্ষোভ কক্সবাজার বঙ্গবন্ধু বীচ ও বীর মুক্তিযোদ্ধা বীচ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ মিছিল

পাঁচ ভুল এড়িয়ে চলুন অনলাইন ডেটিংয়ে 

#
news image

অনলাইনে ডেটিং কিংবা অন্য কারো সঙ্গে কথাবার্তায় অনেকেই ভুল ভাষা কিংবা অন্য কোনোভাবে নিজেকে ভুলভাবে উপস্থাপন করেন। এতে তাদের মূল বিষয়টিই ভণ্ডুল হয়ে যায়। এ লেখায় রয়েছে তেমন পাঁচটি ভুলের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। 


১. ভুল সম্বোধন কাউকে টেক্সট ম্যাসেজ, চ্যাট বা বা অনলাইনে অন্য কোনো উপায়ে বার্তা দেওয়ার সময় আমরা অনেকেই এমন সব সম্বোধন করি, যা অপর পক্ষের সঙ্গে সহজভাবে যোগাযোগের পথ বন্ধ করে দেয়। মডার্ন রোমান্স বইয়ের লেখক আজিজ আনসারি এ বিষয়ে মনে করেন সঠিকভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে তিনি কাউকে হাই হ্যালো বাদ দিয়ে তার নাম ও সঙ্গে হ্যালো যোগ করার পরামর্শ দেন। 

২. সময় ঠিক করতে অতিরিক্ত উদ্যম ব্যয় আপনি যদি অনলাইনে কারো সঙ্গে দেখা করার সময় ঠিক করতে চান তাহলে এ নিয়ে বেশি উদ্যম ব্যয় না করাই ভালো। আপনি যদি বিভিন্ন সময় ধরে ধরে দেখা করার সময় ঠিক করতে না পারেন তাহলে এটি বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সময় নিয়ে বেশি উদ্যম ব্যয় করা বাদ দিন। 

৩. অতিরিক্ত লেখা অনেকেরই অভ্যাস থাকে টেক্সট মেসেজে অতিরিক্ত লেখা। এটি অন্যের বিরক্তি সৃষ্টি করে এবং বার্তা প্রেরকের প্রতি বিরূপ মনোভাব তৈরি করে। তাই মাত্রাতিরিক্ত বড় মেসেজ পাঠানো বাদ দিন। 

৪. দুর্বল ভাষা আপনি যদি মেসেজে কিংবা অন্য কোনো উপায়ে বার্তা পাঠানোর সময় দুর্বল ভাষা ব্যবহার করেন তাহলে তা সত্যিই অপর পক্ষের জন্য সন্দেহ সৃষ্টি করে। তাই দুর্বল ভাষা ও ভুল গ্রামার বাদ দিন। 

৫. সন্দেহজনক আচরণ নয় আপনি যদি প্রথমবার আলোচনার পরেই তাকে কোথাও ‘হ্যাংআউট’-এর জন্য আমন্ত্রণ জানান তাহলে তা সন্দেহজনক। এজন্য কিছুদিন সময় দেওয়া উচিত। এক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ। 

প্রখ/ সাদ্দাম

অনলাইন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  7:39 AM

news image

অনলাইনে ডেটিং কিংবা অন্য কারো সঙ্গে কথাবার্তায় অনেকেই ভুল ভাষা কিংবা অন্য কোনোভাবে নিজেকে ভুলভাবে উপস্থাপন করেন। এতে তাদের মূল বিষয়টিই ভণ্ডুল হয়ে যায়। এ লেখায় রয়েছে তেমন পাঁচটি ভুলের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। 


১. ভুল সম্বোধন কাউকে টেক্সট ম্যাসেজ, চ্যাট বা বা অনলাইনে অন্য কোনো উপায়ে বার্তা দেওয়ার সময় আমরা অনেকেই এমন সব সম্বোধন করি, যা অপর পক্ষের সঙ্গে সহজভাবে যোগাযোগের পথ বন্ধ করে দেয়। মডার্ন রোমান্স বইয়ের লেখক আজিজ আনসারি এ বিষয়ে মনে করেন সঠিকভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে তিনি কাউকে হাই হ্যালো বাদ দিয়ে তার নাম ও সঙ্গে হ্যালো যোগ করার পরামর্শ দেন। 

২. সময় ঠিক করতে অতিরিক্ত উদ্যম ব্যয় আপনি যদি অনলাইনে কারো সঙ্গে দেখা করার সময় ঠিক করতে চান তাহলে এ নিয়ে বেশি উদ্যম ব্যয় না করাই ভালো। আপনি যদি বিভিন্ন সময় ধরে ধরে দেখা করার সময় ঠিক করতে না পারেন তাহলে এটি বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সময় নিয়ে বেশি উদ্যম ব্যয় করা বাদ দিন। 

৩. অতিরিক্ত লেখা অনেকেরই অভ্যাস থাকে টেক্সট মেসেজে অতিরিক্ত লেখা। এটি অন্যের বিরক্তি সৃষ্টি করে এবং বার্তা প্রেরকের প্রতি বিরূপ মনোভাব তৈরি করে। তাই মাত্রাতিরিক্ত বড় মেসেজ পাঠানো বাদ দিন। 

৪. দুর্বল ভাষা আপনি যদি মেসেজে কিংবা অন্য কোনো উপায়ে বার্তা পাঠানোর সময় দুর্বল ভাষা ব্যবহার করেন তাহলে তা সত্যিই অপর পক্ষের জন্য সন্দেহ সৃষ্টি করে। তাই দুর্বল ভাষা ও ভুল গ্রামার বাদ দিন। 

৫. সন্দেহজনক আচরণ নয় আপনি যদি প্রথমবার আলোচনার পরেই তাকে কোথাও ‘হ্যাংআউট’-এর জন্য আমন্ত্রণ জানান তাহলে তা সন্দেহজনক। এজন্য কিছুদিন সময় দেওয়া উচিত। এক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ। 

প্রখ/ সাদ্দাম