শিরোনামঃ
১৯৭১ এর মুক্তিযুদ্ধ ২০২৪ এর পুনর্জন্ম : উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারীর অগ্রগতি ও উন্নয়নে তথ্য অধিকার আইন চর্চার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ যশোর, বাগেরহাট ও নড়াইলের ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের তিন নেতা ইডিসিএল গিলে খাচ্ছে জগলুল জুড়ীতে ভূয়া রশিদ দিয়ে কুরবানীর পশু বিক্রির অভিযোগ মোমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ বিটিএ’র পক্ষ থেকে নব নিযুক্ত পরিচালককে অভিনন্দন বিকাশ দেওয়ান ছিলেন একজন সফল এমডি

পদ্মফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা ছুটছেন বলাকইড় বিলে

#
news image

বলাকইড় বিলজুড়ে শোভা পাচ্ছে জলজ ফুলের রানী পদ্ম। প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। প্রকৃতির এমন দৃশ্য দেখতে পর্যটকরাও ছুটে আসছেন। তারা নৌকা দিয়ে ঘুরে ঘুরে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করছেন। জানা গেছে, গোপালগঞ্জ শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বলাকইড় পদ্মবিল। ১৯৯৮ সালে বন্যার পর বিলটিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয় পদ্ম। প্রায় হাজার বিঘাজুড়ে বিলটিতে প্রতি বছর আষাঢ় মাস এলেই ফোটে লাল-সাদা পদ্ম। বিলের পানি শুকিয়ে গেলে চাষ করা হয় শীতকালীন ফসল। 

গোপালগঞ্জ শহর থেকে পদ্মবিলে ঘুরতে আসা দর্শনার্থী অনুপমা রায় ঢাকা পোস্টকে বলেন, শহরের কোলাহল থেকে নিজেকে একটু রিফ্রেশ করতে পদ্মবিলে আসছি। লাল-সাদা পদ্মফুল দেখতে খুবই ভালো লাগছে। চারপাশে শুধু লাল সাদা পদ্ম আর পদ্মা। যাতায়াতের রাস্তা আর একটু ভালো হলে শহর থেকে পদ্মবিলে আসা আরও সহজ হতো। পদ্মফুল দেখতে আসা ১০ বছর বয়সী আনিকা বলে, বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসছি। কি সুন্দর লাল-সাদা পদ্মফুল ফুটে আছে। দেখে খুবই ভালো লাগছে। আবহাওয়াটা খুব সুন্দর। চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। 

ঘুরতে আসা আরেক দর্শনার্থী এ্যানি বলেন, কর্মব্যস্ত জীবনে আমরা সবাই একটু শান্তির জন্য সুন্দর প্রকৃতি ও পরিবেশ খুঁজি। এজন্যই পদ্মবিলে ঘুরতে আসছি। আমার খুবই ভালো লাগছে। চারপাশের পরিবেশটা খুব সুন্দর। কিন্তু যাতায়াতের রাস্তাটা একটু ভালো হলে আরও ভালো লাগত। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখে দর্শনার্থীরা খুশি হলেও অভিযোগ রয়েছে যাতায়াতের সড়ক নিয়ে। তারা বলছে, পদ্মবিলে আসা-যাওয়ার রাস্তাটি সংস্কার করা হলে আমাদের জন্য আরও ভালো হতো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, পদ্ম বিলে যাওয়ার বেশ কয়েকটি রাস্তা আমরা ইতোমধ্যে মেরামত করেছি। বাকিগুলোও শিগগিরই মেরামত করা হবে। 

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  10:49 PM

news image

বলাকইড় বিলজুড়ে শোভা পাচ্ছে জলজ ফুলের রানী পদ্ম। প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। প্রকৃতির এমন দৃশ্য দেখতে পর্যটকরাও ছুটে আসছেন। তারা নৌকা দিয়ে ঘুরে ঘুরে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করছেন। জানা গেছে, গোপালগঞ্জ শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বলাকইড় পদ্মবিল। ১৯৯৮ সালে বন্যার পর বিলটিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয় পদ্ম। প্রায় হাজার বিঘাজুড়ে বিলটিতে প্রতি বছর আষাঢ় মাস এলেই ফোটে লাল-সাদা পদ্ম। বিলের পানি শুকিয়ে গেলে চাষ করা হয় শীতকালীন ফসল। 

গোপালগঞ্জ শহর থেকে পদ্মবিলে ঘুরতে আসা দর্শনার্থী অনুপমা রায় ঢাকা পোস্টকে বলেন, শহরের কোলাহল থেকে নিজেকে একটু রিফ্রেশ করতে পদ্মবিলে আসছি। লাল-সাদা পদ্মফুল দেখতে খুবই ভালো লাগছে। চারপাশে শুধু লাল সাদা পদ্ম আর পদ্মা। যাতায়াতের রাস্তা আর একটু ভালো হলে শহর থেকে পদ্মবিলে আসা আরও সহজ হতো। পদ্মফুল দেখতে আসা ১০ বছর বয়সী আনিকা বলে, বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসছি। কি সুন্দর লাল-সাদা পদ্মফুল ফুটে আছে। দেখে খুবই ভালো লাগছে। আবহাওয়াটা খুব সুন্দর। চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। 

ঘুরতে আসা আরেক দর্শনার্থী এ্যানি বলেন, কর্মব্যস্ত জীবনে আমরা সবাই একটু শান্তির জন্য সুন্দর প্রকৃতি ও পরিবেশ খুঁজি। এজন্যই পদ্মবিলে ঘুরতে আসছি। আমার খুবই ভালো লাগছে। চারপাশের পরিবেশটা খুব সুন্দর। কিন্তু যাতায়াতের রাস্তাটা একটু ভালো হলে আরও ভালো লাগত। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখে দর্শনার্থীরা খুশি হলেও অভিযোগ রয়েছে যাতায়াতের সড়ক নিয়ে। তারা বলছে, পদ্মবিলে আসা-যাওয়ার রাস্তাটি সংস্কার করা হলে আমাদের জন্য আরও ভালো হতো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, পদ্ম বিলে যাওয়ার বেশ কয়েকটি রাস্তা আমরা ইতোমধ্যে মেরামত করেছি। বাকিগুলোও শিগগিরই মেরামত করা হবে।