শিরোনামঃ
জুড়ীতে ভূয়া রশিদ দিয়ে কুরবানীর পশু বিক্রির অভিযোগ মোমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ বিটিএ’র পক্ষ থেকে নব নিযুক্ত পরিচালককে অভিনন্দন বিকাশ দেওয়ান ছিলেন একজন সফল এমডি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফেরতের দাবিতে বিক্ষোভ কক্সবাজার বঙ্গবন্ধু বীচ ও বীর মুক্তিযোদ্ধা বীচ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধুর সমাধিতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল শ্রমিক নেতৃবৃন্দের শ্রদ্ধা

টুইটার ছেড়ে মাস্টোডন-এ যাচ্ছেন সবাই

#
news image

২০১৬ সালে যাত্রা শুরু হলেও মাস্টোডনের নাম অপরিচিতই ছিল এত দিন। প্ল্যাটফর্মটির ছয় বছরের পথ চলায় এবারই প্রথম এত ব্যবহারকারী যুক্ত হলেন। ফলে নতুন ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতে হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তারা। এ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার আগে একটি সার্ভার পছন্দ করে নিতে হয়। পছন্দ করা সার্ভারের ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মটি ব্যবহারের সুযোগ দেয়। তারপর ব্যবহারকারী তাঁদের পছন্দগুলো জানান। সেই পছন্দের ওপর ভিত্তি করে সার্ফেসে বিভিন্ন বিষয় প্রদর্শিত হয়।

কোনোকিছু পোস্ট করাকে মাস্টোডনে ‘টুট’ বলে। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারী যে কাউকে অনুসরণ এবং অন্যরাও তাঁকে অনুসরণ করতে পারবেন। ব্যবহারকারী তাঁর পছন্দ ও অপছন্দ জানাতে পারবেন। ফলে খুব সহজেই একটি কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়া যায় বলে ব্যবহারকারীদের জানিয়েছেন।

মাস্টোডনের ইউজার ইন্টারফেস অনেকটাই টুইটারের মতো। তবে এ প্ল্যাটফর্ম টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো একটি মাত্র কোম্পানি দ্বারা পরিচালিত হয় না, এটি পরিচালনা করে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি। মাস্টোডন একদিকে যেমন সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করা যায়, অন্যদিকে এতে কোনো বিজ্ঞাপন নেই।

মাস্টোডনের প্রতিষ্ঠাতা ইউজেন রোচকো। নামটি দেওয়া হয়েছে হেভি মেটাল ব্যান্ড মাস্টোডনের নাম থেকে অনুপ্রাণিত হয়ে। এটি ক্রাউডফান্ডিংয়ে (মানুষের চাঁদায়) চলে।গত বৃহস্পতিবার রোচকো বলেন, গত ২৭ অক্টোবরের পর মাস্টোডনের ব্যবহারকারী ২ লাখ ৩০ হাজার বেড়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার।

এদিকে এ বছরের জুলাইয়ে টুইটারের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিলেন প্রায় ২৩৮ মিলিয়ন। রোচকো মাস্টোডনকে মূলত প্রকল্প হিসেবেই বানিয়েছিলেন। তিনি বলেন, হ্যাঁ, এটি টুইটারের মতো বড় নয়, তবে সম্প্রতি নেটওয়ার্কটির রেকর্ড সম্প্রসারিত হয়েছে।

টুইটার ছেড়ে অনেক বড় বড় তারকা যোগ দিয়েছেন মাস্টোডনে। নভেম্বরের শুরুতেই টুইটার ছেড়ে মাস্টোডনে অ্যাকাউন্ট খুলেছেন কৌতুক অভিনেতা ক্যাথি গ্রিফিন। অক্টোবরের শেষ দিকে যোগ দিয়েছেন সাংবাদিক মলি জং-ফাস্ট। দুজনেরই টুইটারের বিপুলসংখ্যক অনুসারী ছিলেন।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  1:36 AM

news image

২০১৬ সালে যাত্রা শুরু হলেও মাস্টোডনের নাম অপরিচিতই ছিল এত দিন। প্ল্যাটফর্মটির ছয় বছরের পথ চলায় এবারই প্রথম এত ব্যবহারকারী যুক্ত হলেন। ফলে নতুন ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতে হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তারা। এ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার আগে একটি সার্ভার পছন্দ করে নিতে হয়। পছন্দ করা সার্ভারের ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মটি ব্যবহারের সুযোগ দেয়। তারপর ব্যবহারকারী তাঁদের পছন্দগুলো জানান। সেই পছন্দের ওপর ভিত্তি করে সার্ফেসে বিভিন্ন বিষয় প্রদর্শিত হয়।

কোনোকিছু পোস্ট করাকে মাস্টোডনে ‘টুট’ বলে। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারী যে কাউকে অনুসরণ এবং অন্যরাও তাঁকে অনুসরণ করতে পারবেন। ব্যবহারকারী তাঁর পছন্দ ও অপছন্দ জানাতে পারবেন। ফলে খুব সহজেই একটি কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়া যায় বলে ব্যবহারকারীদের জানিয়েছেন।

মাস্টোডনের ইউজার ইন্টারফেস অনেকটাই টুইটারের মতো। তবে এ প্ল্যাটফর্ম টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো একটি মাত্র কোম্পানি দ্বারা পরিচালিত হয় না, এটি পরিচালনা করে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি। মাস্টোডন একদিকে যেমন সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করা যায়, অন্যদিকে এতে কোনো বিজ্ঞাপন নেই।

মাস্টোডনের প্রতিষ্ঠাতা ইউজেন রোচকো। নামটি দেওয়া হয়েছে হেভি মেটাল ব্যান্ড মাস্টোডনের নাম থেকে অনুপ্রাণিত হয়ে। এটি ক্রাউডফান্ডিংয়ে (মানুষের চাঁদায়) চলে।গত বৃহস্পতিবার রোচকো বলেন, গত ২৭ অক্টোবরের পর মাস্টোডনের ব্যবহারকারী ২ লাখ ৩০ হাজার বেড়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার।

এদিকে এ বছরের জুলাইয়ে টুইটারের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিলেন প্রায় ২৩৮ মিলিয়ন। রোচকো মাস্টোডনকে মূলত প্রকল্প হিসেবেই বানিয়েছিলেন। তিনি বলেন, হ্যাঁ, এটি টুইটারের মতো বড় নয়, তবে সম্প্রতি নেটওয়ার্কটির রেকর্ড সম্প্রসারিত হয়েছে।

টুইটার ছেড়ে অনেক বড় বড় তারকা যোগ দিয়েছেন মাস্টোডনে। নভেম্বরের শুরুতেই টুইটার ছেড়ে মাস্টোডনে অ্যাকাউন্ট খুলেছেন কৌতুক অভিনেতা ক্যাথি গ্রিফিন। অক্টোবরের শেষ দিকে যোগ দিয়েছেন সাংবাদিক মলি জং-ফাস্ট। দুজনেরই টুইটারের বিপুলসংখ্যক অনুসারী ছিলেন।