শিরোনামঃ
প্রভাবশালী দুই ভাইয়ের ছায়ায় জুড়ীতে ছাত্রলীগের বিক্ষোভ জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নেতৃত্বে জাকিরের পিএস নোমান কে এই প্রতারক নাহিদ,পরিচয় ও তার পেশা কি জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল মানবাধিকার সংস্থা চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি আদালতে মামলা জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা

বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন

#
news image

১৪মে ২০২৪ লন্ডনে সরকারী সফরের অংশ হিসেবে লন্ডনে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন , ডঃ সেন তাঁর বক্তব্যে বলেন দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমন করেঁছেন পরবর্তি প্রজ্ন্মের জন্য কোন বিশ্বের কোন দেশে জাতির পিতার কোন ভাস্কর্য নাই জেনারেসন জানবে কি ভাবে, কে আমাদের মুক্তি দাতা, আমি সামন্তলাল কোন দিন চিন্তা করতেও পারি নাই আমি মন্ত্রী হবো যদি না বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন, আমরা কৃতজ্ঞচিত্তে স্মরন করি জাতির পিতাকে , ডঃ সামন্ত লাল বলেন পিতা দিয়েছিলেন সোহরার্দী হাসপাতালে ৫ বেড আর মেয়ে দিলেন ৫০০শত বেড , লন্ডনে জাতির পিতার ভাস্কর্য দেখে আমি মুগ্ধ অবিভূত, বিশ্বাস হচ্ছিলো না একো সুন্দর ভাস্কর্য আর আমার বড় ভাই  শ্রী সুরন্জিত সেন গুপ্ত উদ্ভোধন করেঁছেন , ধন্যবাদ আফছার খান সাদেক কে এই সাহসী কাজ করে বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে তূলে ধরেছেন ।অনুস্টান পরিচালনা করেন আং আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম , ভাস্কর্যের প্রতিস্টাতা আফছার খান সাদেক , ডঃ কায়েছ, ডঃ সুবির সেন, ডঃ মাসুক , রবিনপাল, মিসবা, সায়াদ, খসরুজ্জামান,সাদ আহমদ,হারুন মিয়া, ইকবাল খান সহ অনেকে ।

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৪,  5:56 PM

news image

১৪মে ২০২৪ লন্ডনে সরকারী সফরের অংশ হিসেবে লন্ডনে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন , ডঃ সেন তাঁর বক্তব্যে বলেন দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমন করেঁছেন পরবর্তি প্রজ্ন্মের জন্য কোন বিশ্বের কোন দেশে জাতির পিতার কোন ভাস্কর্য নাই জেনারেসন জানবে কি ভাবে, কে আমাদের মুক্তি দাতা, আমি সামন্তলাল কোন দিন চিন্তা করতেও পারি নাই আমি মন্ত্রী হবো যদি না বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন, আমরা কৃতজ্ঞচিত্তে স্মরন করি জাতির পিতাকে , ডঃ সামন্ত লাল বলেন পিতা দিয়েছিলেন সোহরার্দী হাসপাতালে ৫ বেড আর মেয়ে দিলেন ৫০০শত বেড , লন্ডনে জাতির পিতার ভাস্কর্য দেখে আমি মুগ্ধ অবিভূত, বিশ্বাস হচ্ছিলো না একো সুন্দর ভাস্কর্য আর আমার বড় ভাই  শ্রী সুরন্জিত সেন গুপ্ত উদ্ভোধন করেঁছেন , ধন্যবাদ আফছার খান সাদেক কে এই সাহসী কাজ করে বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে তূলে ধরেছেন ।অনুস্টান পরিচালনা করেন আং আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম , ভাস্কর্যের প্রতিস্টাতা আফছার খান সাদেক , ডঃ কায়েছ, ডঃ সুবির সেন, ডঃ মাসুক , রবিনপাল, মিসবা, সায়াদ, খসরুজ্জামান,সাদ আহমদ,হারুন মিয়া, ইকবাল খান সহ অনেকে ।