শিরোনামঃ
ইডিসিএল গিলে খাচ্ছে জগলুল জুড়ীতে ভূয়া রশিদ দিয়ে কুরবানীর পশু বিক্রির অভিযোগ মোমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ বিটিএ’র পক্ষ থেকে নব নিযুক্ত পরিচালককে অভিনন্দন বিকাশ দেওয়ান ছিলেন একজন সফল এমডি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফেরতের দাবিতে বিক্ষোভ কক্সবাজার বঙ্গবন্ধু বীচ ও বীর মুক্তিযোদ্ধা বীচ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ মিছিল

বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন

#
news image

১৪মে ২০২৪ লন্ডনে সরকারী সফরের অংশ হিসেবে লন্ডনে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন , ডঃ সেন তাঁর বক্তব্যে বলেন দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমন করেঁছেন পরবর্তি প্রজ্ন্মের জন্য কোন বিশ্বের কোন দেশে জাতির পিতার কোন ভাস্কর্য নাই জেনারেসন জানবে কি ভাবে, কে আমাদের মুক্তি দাতা, আমি সামন্তলাল কোন দিন চিন্তা করতেও পারি নাই আমি মন্ত্রী হবো যদি না বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন, আমরা কৃতজ্ঞচিত্তে স্মরন করি জাতির পিতাকে , ডঃ সামন্ত লাল বলেন পিতা দিয়েছিলেন সোহরার্দী হাসপাতালে ৫ বেড আর মেয়ে দিলেন ৫০০শত বেড , লন্ডনে জাতির পিতার ভাস্কর্য দেখে আমি মুগ্ধ অবিভূত, বিশ্বাস হচ্ছিলো না একো সুন্দর ভাস্কর্য আর আমার বড় ভাই  শ্রী সুরন্জিত সেন গুপ্ত উদ্ভোধন করেঁছেন , ধন্যবাদ আফছার খান সাদেক কে এই সাহসী কাজ করে বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে তূলে ধরেছেন ।অনুস্টান পরিচালনা করেন আং আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম , ভাস্কর্যের প্রতিস্টাতা আফছার খান সাদেক , ডঃ কায়েছ, ডঃ সুবির সেন, ডঃ মাসুক , রবিনপাল, মিসবা, সায়াদ, খসরুজ্জামান,সাদ আহমদ,হারুন মিয়া, ইকবাল খান সহ অনেকে ।

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৪,  5:56 PM

news image

১৪মে ২০২৪ লন্ডনে সরকারী সফরের অংশ হিসেবে লন্ডনে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন , ডঃ সেন তাঁর বক্তব্যে বলেন দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমন করেঁছেন পরবর্তি প্রজ্ন্মের জন্য কোন বিশ্বের কোন দেশে জাতির পিতার কোন ভাস্কর্য নাই জেনারেসন জানবে কি ভাবে, কে আমাদের মুক্তি দাতা, আমি সামন্তলাল কোন দিন চিন্তা করতেও পারি নাই আমি মন্ত্রী হবো যদি না বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন, আমরা কৃতজ্ঞচিত্তে স্মরন করি জাতির পিতাকে , ডঃ সামন্ত লাল বলেন পিতা দিয়েছিলেন সোহরার্দী হাসপাতালে ৫ বেড আর মেয়ে দিলেন ৫০০শত বেড , লন্ডনে জাতির পিতার ভাস্কর্য দেখে আমি মুগ্ধ অবিভূত, বিশ্বাস হচ্ছিলো না একো সুন্দর ভাস্কর্য আর আমার বড় ভাই  শ্রী সুরন্জিত সেন গুপ্ত উদ্ভোধন করেঁছেন , ধন্যবাদ আফছার খান সাদেক কে এই সাহসী কাজ করে বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে তূলে ধরেছেন ।অনুস্টান পরিচালনা করেন আং আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম , ভাস্কর্যের প্রতিস্টাতা আফছার খান সাদেক , ডঃ কায়েছ, ডঃ সুবির সেন, ডঃ মাসুক , রবিনপাল, মিসবা, সায়াদ, খসরুজ্জামান,সাদ আহমদ,হারুন মিয়া, ইকবাল খান সহ অনেকে ।