শিরোনামঃ
ইডিসিএল গিলে খাচ্ছে জগলুল জুড়ীতে ভূয়া রশিদ দিয়ে কুরবানীর পশু বিক্রির অভিযোগ মোমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ বিটিএ’র পক্ষ থেকে নব নিযুক্ত পরিচালককে অভিনন্দন বিকাশ দেওয়ান ছিলেন একজন সফল এমডি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফেরতের দাবিতে বিক্ষোভ কক্সবাজার বঙ্গবন্ধু বীচ ও বীর মুক্তিযোদ্ধা বীচ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য লন্ডনে স্হাপন করায় আফছার খান সাদেককে টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিল সিভিক এওয়ার্ডে ভূষীত

#
news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য লন্ডনে স্হাপন করায় আফছার খান সাদেককে টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিল সিভিক এওয়ার্ডে সম্মানীত করেছে ।

বৃটেনের কমিউনিটির পরিচিত মুখ লন্ডন আওয়ামীলীগ এর যুগ্মসম্পাদক জনাব আফছার খান সাদেক কে টাওয়ারহ্যামল্যাটস কাউন্সিল সর্বোচ্চ সম্মাননা সিভিক এওয়ার্ড দিয়ে ভূষিত করেঁছেন । বর্হিবিশ্বে লন্ডনে জাতির পিতার প্রথম ভাস্কর্য স্হাপন করেন ২০১৬সালে যাহা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী শ্রী সুরন্জিত সেন গুপ্ত এম, পি । 

জাতির পিতার এই ভাস্কর্য বৃটেন বাংলাদেশের মধ্যে ব্রিজ সৃস্টি করেছে , ইতিমধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য অনেক সুনাম কুড়িয়েছে দেশি বিদেশী অনেক পর্যটক বাংলাদেশের স্হপতি শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য ইংল্যান্ড এক দর্শনীয় স্হান হিসেবে পরিগনিত করেছে ইংল্যান্ড এর ব্লুবেইজ ট্যুর গাইড । প্রত্যেক দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসেন জাতির পিতার ভাস্কর্য দেখতে বাংলাদেশকে জানতে । এ পর্যন্ত কয়েকশত দর্শনীর্থী পরিদর্শন বইতে মন্তব্য লিখেছেন । বাংলাদেশের মন্ত্রী, এম,পি রাজনৈতিক নেত্রীবৃন্দ দেশী বিদেশী পর্যটক । 

ইতিমধ্যে আফছার খান সাদেক বৃটেনের রাণী এলিজাবেথ , ব্রিটিশ প্রধানমন্ত্রী , বাংলাদেশের রাস্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী , মন্ত্রী , শিক্ষাবিদ, সাহিত্যকদের লেখনি নিয়ে বড় এক প্রকাশনা প্রচার করেঁছেন যাহা খুবই মান সম্পন্ন প্রকাশনা । আফছার খান সাদেক তার এই সম্মাননা মুক্তি যোদ্ধের সমগ্র বাঙ্গালীকে উৎসর্গ করেছেন । বঙ্গবন্ধু সকলের ।

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৩,  5:16 PM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য লন্ডনে স্হাপন করায় আফছার খান সাদেককে টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিল সিভিক এওয়ার্ডে সম্মানীত করেছে ।

বৃটেনের কমিউনিটির পরিচিত মুখ লন্ডন আওয়ামীলীগ এর যুগ্মসম্পাদক জনাব আফছার খান সাদেক কে টাওয়ারহ্যামল্যাটস কাউন্সিল সর্বোচ্চ সম্মাননা সিভিক এওয়ার্ড দিয়ে ভূষিত করেঁছেন । বর্হিবিশ্বে লন্ডনে জাতির পিতার প্রথম ভাস্কর্য স্হাপন করেন ২০১৬সালে যাহা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী শ্রী সুরন্জিত সেন গুপ্ত এম, পি । 

জাতির পিতার এই ভাস্কর্য বৃটেন বাংলাদেশের মধ্যে ব্রিজ সৃস্টি করেছে , ইতিমধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য অনেক সুনাম কুড়িয়েছে দেশি বিদেশী অনেক পর্যটক বাংলাদেশের স্হপতি শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য ইংল্যান্ড এক দর্শনীয় স্হান হিসেবে পরিগনিত করেছে ইংল্যান্ড এর ব্লুবেইজ ট্যুর গাইড । প্রত্যেক দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসেন জাতির পিতার ভাস্কর্য দেখতে বাংলাদেশকে জানতে । এ পর্যন্ত কয়েকশত দর্শনীর্থী পরিদর্শন বইতে মন্তব্য লিখেছেন । বাংলাদেশের মন্ত্রী, এম,পি রাজনৈতিক নেত্রীবৃন্দ দেশী বিদেশী পর্যটক । 

ইতিমধ্যে আফছার খান সাদেক বৃটেনের রাণী এলিজাবেথ , ব্রিটিশ প্রধানমন্ত্রী , বাংলাদেশের রাস্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী , মন্ত্রী , শিক্ষাবিদ, সাহিত্যকদের লেখনি নিয়ে বড় এক প্রকাশনা প্রচার করেঁছেন যাহা খুবই মান সম্পন্ন প্রকাশনা । আফছার খান সাদেক তার এই সম্মাননা মুক্তি যোদ্ধের সমগ্র বাঙ্গালীকে উৎসর্গ করেছেন । বঙ্গবন্ধু সকলের ।