শিরোনামঃ
ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা রহিম আল-হুসাইনি আগা খান পঞ্চম-এর অভিষেক অনুষ্ঠিত আগা খান ৪র্থ আসওয়ান ,মিশরে শায়িত হলেন শিয়া ইসমাইলি মুসলিমদের ৪৯তম ইমাম আগা খানের জানাজা অনুষ্ঠিত মোহাম্মদপুর এলাকায় একটি বাজারের ক্রয়কৃত দোকান দখল, থানায় অভিযোগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ২০২৪ এর পুনর্জন্ম : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য লন্ডনে স্হাপন করায় আফছার খান সাদেককে টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিল সিভিক এওয়ার্ডে ভূষীত

#
news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য লন্ডনে স্হাপন করায় আফছার খান সাদেককে টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিল সিভিক এওয়ার্ডে সম্মানীত করেছে ।

বৃটেনের কমিউনিটির পরিচিত মুখ লন্ডন আওয়ামীলীগ এর যুগ্মসম্পাদক জনাব আফছার খান সাদেক কে টাওয়ারহ্যামল্যাটস কাউন্সিল সর্বোচ্চ সম্মাননা সিভিক এওয়ার্ড দিয়ে ভূষিত করেঁছেন । বর্হিবিশ্বে লন্ডনে জাতির পিতার প্রথম ভাস্কর্য স্হাপন করেন ২০১৬সালে যাহা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী শ্রী সুরন্জিত সেন গুপ্ত এম, পি । 

জাতির পিতার এই ভাস্কর্য বৃটেন বাংলাদেশের মধ্যে ব্রিজ সৃস্টি করেছে , ইতিমধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য অনেক সুনাম কুড়িয়েছে দেশি বিদেশী অনেক পর্যটক বাংলাদেশের স্হপতি শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য ইংল্যান্ড এক দর্শনীয় স্হান হিসেবে পরিগনিত করেছে ইংল্যান্ড এর ব্লুবেইজ ট্যুর গাইড । প্রত্যেক দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসেন জাতির পিতার ভাস্কর্য দেখতে বাংলাদেশকে জানতে । এ পর্যন্ত কয়েকশত দর্শনীর্থী পরিদর্শন বইতে মন্তব্য লিখেছেন । বাংলাদেশের মন্ত্রী, এম,পি রাজনৈতিক নেত্রীবৃন্দ দেশী বিদেশী পর্যটক । 

ইতিমধ্যে আফছার খান সাদেক বৃটেনের রাণী এলিজাবেথ , ব্রিটিশ প্রধানমন্ত্রী , বাংলাদেশের রাস্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী , মন্ত্রী , শিক্ষাবিদ, সাহিত্যকদের লেখনি নিয়ে বড় এক প্রকাশনা প্রচার করেঁছেন যাহা খুবই মান সম্পন্ন প্রকাশনা । আফছার খান সাদেক তার এই সম্মাননা মুক্তি যোদ্ধের সমগ্র বাঙ্গালীকে উৎসর্গ করেছেন । বঙ্গবন্ধু সকলের ।

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৩,  5:16 PM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য লন্ডনে স্হাপন করায় আফছার খান সাদেককে টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিল সিভিক এওয়ার্ডে সম্মানীত করেছে ।

বৃটেনের কমিউনিটির পরিচিত মুখ লন্ডন আওয়ামীলীগ এর যুগ্মসম্পাদক জনাব আফছার খান সাদেক কে টাওয়ারহ্যামল্যাটস কাউন্সিল সর্বোচ্চ সম্মাননা সিভিক এওয়ার্ড দিয়ে ভূষিত করেঁছেন । বর্হিবিশ্বে লন্ডনে জাতির পিতার প্রথম ভাস্কর্য স্হাপন করেন ২০১৬সালে যাহা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী শ্রী সুরন্জিত সেন গুপ্ত এম, পি । 

জাতির পিতার এই ভাস্কর্য বৃটেন বাংলাদেশের মধ্যে ব্রিজ সৃস্টি করেছে , ইতিমধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য অনেক সুনাম কুড়িয়েছে দেশি বিদেশী অনেক পর্যটক বাংলাদেশের স্হপতি শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য ইংল্যান্ড এক দর্শনীয় স্হান হিসেবে পরিগনিত করেছে ইংল্যান্ড এর ব্লুবেইজ ট্যুর গাইড । প্রত্যেক দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসেন জাতির পিতার ভাস্কর্য দেখতে বাংলাদেশকে জানতে । এ পর্যন্ত কয়েকশত দর্শনীর্থী পরিদর্শন বইতে মন্তব্য লিখেছেন । বাংলাদেশের মন্ত্রী, এম,পি রাজনৈতিক নেত্রীবৃন্দ দেশী বিদেশী পর্যটক । 

ইতিমধ্যে আফছার খান সাদেক বৃটেনের রাণী এলিজাবেথ , ব্রিটিশ প্রধানমন্ত্রী , বাংলাদেশের রাস্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী , মন্ত্রী , শিক্ষাবিদ, সাহিত্যকদের লেখনি নিয়ে বড় এক প্রকাশনা প্রচার করেঁছেন যাহা খুবই মান সম্পন্ন প্রকাশনা । আফছার খান সাদেক তার এই সম্মাননা মুক্তি যোদ্ধের সমগ্র বাঙ্গালীকে উৎসর্গ করেছেন । বঙ্গবন্ধু সকলের ।