শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল মানবাধিকার সংস্থা চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি আদালতে মামলা জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার

বিয়ে তানজিন তিশার, সম্বন্ধে অতিষ্ঠ পরিবার!

#
news image

মেয়েকে বিয়ে দেবেন বলার পর বিয়ের সম্বন্ধ আসতে থাকায় অতিষ্ঠ তানজিন তিশার পরিবার। চৌধুরী-বাড়ির সঙ্গে আত্মীয়তা করতে পাত্রপক্ষ বাড়িতে লাউ, কুমড়া, মাছ যে যা পাচ্ছে পাঠাচ্ছে। না, এমন দৃশ্য অভিনেত্রী তানজিন তিশার বাস্তব জীবনের নয়। এনটিভির ঈদে আয়োজনের; নাটক ‘নবাবী প্রেম’।

রিফাত আদনান পাপনের রচনায় নাকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম, যেখানে তিশার বিপরীতে দেখা মিলবে তৌসিফ মাহবুবের। গল্পে দেখা মিলবে, তিশার বাবা বিদেশ থেকে এসেছেন গ্রামে, মেয়েকে বিয়ে দিতে চান গ্রামের এক ভালো ছেলের সঙ্গে। সেই দায়িত্ব পড়েছে তাঁর গ্রামের বাড়ি দেখাশোনা করা বাল্যবন্ধু তৌসিফের বাবার ওপর।

তৌসিফ এলাকার ডিশের ব্যবসায়ী। পরিচয়ের শুরুতে তিশার সঙ্গে ঝামেলা, সেটা রূপ নেবে এক নবাবী প্রেমে। আর তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। মো. তৌফিকুল ইসলাম এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে জানিয়েছেন, দর্শক বেশ উপভোগ করবেন নাটকটি।

প্রখ/ সাদ্দাম

 

প্রভাতী বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  5:59 AM

news image

মেয়েকে বিয়ে দেবেন বলার পর বিয়ের সম্বন্ধ আসতে থাকায় অতিষ্ঠ তানজিন তিশার পরিবার। চৌধুরী-বাড়ির সঙ্গে আত্মীয়তা করতে পাত্রপক্ষ বাড়িতে লাউ, কুমড়া, মাছ যে যা পাচ্ছে পাঠাচ্ছে। না, এমন দৃশ্য অভিনেত্রী তানজিন তিশার বাস্তব জীবনের নয়। এনটিভির ঈদে আয়োজনের; নাটক ‘নবাবী প্রেম’।

রিফাত আদনান পাপনের রচনায় নাকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম, যেখানে তিশার বিপরীতে দেখা মিলবে তৌসিফ মাহবুবের। গল্পে দেখা মিলবে, তিশার বাবা বিদেশ থেকে এসেছেন গ্রামে, মেয়েকে বিয়ে দিতে চান গ্রামের এক ভালো ছেলের সঙ্গে। সেই দায়িত্ব পড়েছে তাঁর গ্রামের বাড়ি দেখাশোনা করা বাল্যবন্ধু তৌসিফের বাবার ওপর।

তৌসিফ এলাকার ডিশের ব্যবসায়ী। পরিচয়ের শুরুতে তিশার সঙ্গে ঝামেলা, সেটা রূপ নেবে এক নবাবী প্রেমে। আর তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। মো. তৌফিকুল ইসলাম এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে জানিয়েছেন, দর্শক বেশ উপভোগ করবেন নাটকটি।

প্রখ/ সাদ্দাম