শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল মানবাধিকার সংস্থা চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি আদালতে মামলা জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার

প্রাকৃতিক গোলাপি ঠোঁট পাওয়ার উপায়

#
news image

কালচে ঠোঁট জেনেটিক হতে পারে। আবার খাওয়াদাওয়ার অভ্যাস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। গোলাপি ঠোঁট পেতে চাইলে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন।

গোলাপের নির্যাস: গোলাপি ঠোঁট পেতে চাইলে বেছে নিতে পারেন গোলাপকেই। এক বোতল গোলাপজলে অল্প মধু মেশান। মিশ্রণটি দিয়ে প্রতিদিন কোমলভাবে ঠোঁট স্ক্রাব করুন। এ ছাড়া অল্প দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে বেটে নিন ঠোঁটে লাগালেও উপকার পাবেন।

লেবুর রস: প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে। ঠোঁটের কালচে ছোপ দূর করতে তাই সাহায্য নিতে পারেন লেবুর। লেবু পাতলা চাকা করে কেটে উপরে অল্প চিনি ছিটিয়ে ঠোঁটে ঘষুন। ঠোঁটে জমে থাকা মৃত চামড়া দূর হবে। পাশাপাশি লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে। 

নারিকেল তেল: আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দুই একবার এভাবে ম্যাসাজ করুন। ধীরে ধীরে দূর হবে ঠোঁটের কালো দাগ।

বিটের রস: ঠোঁটে ঝলমলে গোলাপি রঙ পেতে চাইলে বিটে ভরসা রাখতে পারেন। বিটরুট টুকরো করে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে এটি কয়েক মিনিট ঠোঁটে ঘষুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল: আধ চা চামচ চিনি ও কয়েক ফোঁটা অলিভ অয়েল ঠোঁটে ম্যাসাজ করুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

বেদানা: একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।

শসার রস: শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা থেঁতো করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  10:24 PM

news image

কালচে ঠোঁট জেনেটিক হতে পারে। আবার খাওয়াদাওয়ার অভ্যাস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। গোলাপি ঠোঁট পেতে চাইলে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন।

গোলাপের নির্যাস: গোলাপি ঠোঁট পেতে চাইলে বেছে নিতে পারেন গোলাপকেই। এক বোতল গোলাপজলে অল্প মধু মেশান। মিশ্রণটি দিয়ে প্রতিদিন কোমলভাবে ঠোঁট স্ক্রাব করুন। এ ছাড়া অল্প দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে বেটে নিন ঠোঁটে লাগালেও উপকার পাবেন।

লেবুর রস: প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে। ঠোঁটের কালচে ছোপ দূর করতে তাই সাহায্য নিতে পারেন লেবুর। লেবু পাতলা চাকা করে কেটে উপরে অল্প চিনি ছিটিয়ে ঠোঁটে ঘষুন। ঠোঁটে জমে থাকা মৃত চামড়া দূর হবে। পাশাপাশি লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে। 

নারিকেল তেল: আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দুই একবার এভাবে ম্যাসাজ করুন। ধীরে ধীরে দূর হবে ঠোঁটের কালো দাগ।

বিটের রস: ঠোঁটে ঝলমলে গোলাপি রঙ পেতে চাইলে বিটে ভরসা রাখতে পারেন। বিটরুট টুকরো করে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে এটি কয়েক মিনিট ঠোঁটে ঘষুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল: আধ চা চামচ চিনি ও কয়েক ফোঁটা অলিভ অয়েল ঠোঁটে ম্যাসাজ করুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

বেদানা: একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।

শসার রস: শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা থেঁতো করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।