শিরোনামঃ
এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ আচরণবিধি লঙ্ঘন ও বিচারিক কাজে বাধার অভিযোগে রুমিন ফারহানার বিষয়ে ব্যবস্থা চেয়ে চিঠি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় শামীম আহমদ ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম আহমদ ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রভাবশালী দুই ভাইয়ের ছায়ায় জুড়ীতে ছাত্রলীগের বিক্ষোভ জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নেতৃত্বে জাকিরের পিএস নোমান কে এই প্রতারক নাহিদ,পরিচয় ও তার পেশা কি জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা 

মোস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ: সুজন

#
news image

টি-টোয়েন্টিতে বাহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে বলে মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সুজন বলেন, ‘মুস্তাফিজ কি এখনও দেশসেরা পেসার? তাকে যে অটো চয়েজ ধরা হয়, সেই প্রথা কি ভাঙার সময় এসেছে? হয়তোবা। আমি জানি না। ভালো প্রশ্ন। আমরাও এটা নিয়ে একটু উদ্বিগ্ন। আমরাও যে জানি না তা না। প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে। আমরা যে এটা নিয়ে ভাবছি না তা না। তবে আমি বিশ্বাস করি, সে এখনও সেরাদের একজন। ওর যে বৈচিত্র‍্য আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র‍্য কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না। কিছু একটা হচ্ছে ‘

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অন্য বোলারদের চেয়ে মোস্তাফিজকেই এগিয়ে রাখছেন সুজন, ‘এটা খুব উদ্বেগজনক যে, গত ১৫-১৬ ম‍্যাচে মুস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো না। তবে অটো চয়েজ বলে কিছু নেই। তারপরও এই ফরম‍্যাটে আমরা সব সময় ওকে এগিয়ে রাখি, ওর অভিজ্ঞতা, আইপিএলে খেলে, সব কিছূ মিলিয়ে এই সংস্করণে আমাদের ফাস্ট বোলারদের মধ‍্যে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলেছে মুস্তাফিজই। ওই হিসেবে মুস্তাফিজকে এগিয়ে রাখা হয়।’

মোস্তাফিজের সময় ভালো যাচ্ছে না। তবে সুজন বিশ্বাস করেন ফিজ এখান থেকে বেরিয়ে আসবে, ‘মুস্তাফিজ ভালো করেনি তা না, তবে গত ২ বছর সে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছে না, এটা আমাদের সবার জন‍্য উদ্বেগের ব‍্যাপার। তবে আমি বিশ্বাস করি, ফর্ম ইজ টেম্পরারি, ক্লাস ইজ পারমানেন্ট। আমি এখনও বিশ্বাস করি, মুস্তাফিজ এখান থেকে বের হয়ে আসবে, দলকে আবার ম‍্যাচ জেতাবে। এই বিশ্বাসটা আমাদের সবারই আছে।’

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  12:16 AM

news image

টি-টোয়েন্টিতে বাহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে বলে মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সুজন বলেন, ‘মুস্তাফিজ কি এখনও দেশসেরা পেসার? তাকে যে অটো চয়েজ ধরা হয়, সেই প্রথা কি ভাঙার সময় এসেছে? হয়তোবা। আমি জানি না। ভালো প্রশ্ন। আমরাও এটা নিয়ে একটু উদ্বিগ্ন। আমরাও যে জানি না তা না। প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে। আমরা যে এটা নিয়ে ভাবছি না তা না। তবে আমি বিশ্বাস করি, সে এখনও সেরাদের একজন। ওর যে বৈচিত্র‍্য আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র‍্য কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না। কিছু একটা হচ্ছে ‘

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অন্য বোলারদের চেয়ে মোস্তাফিজকেই এগিয়ে রাখছেন সুজন, ‘এটা খুব উদ্বেগজনক যে, গত ১৫-১৬ ম‍্যাচে মুস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো না। তবে অটো চয়েজ বলে কিছু নেই। তারপরও এই ফরম‍্যাটে আমরা সব সময় ওকে এগিয়ে রাখি, ওর অভিজ্ঞতা, আইপিএলে খেলে, সব কিছূ মিলিয়ে এই সংস্করণে আমাদের ফাস্ট বোলারদের মধ‍্যে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলেছে মুস্তাফিজই। ওই হিসেবে মুস্তাফিজকে এগিয়ে রাখা হয়।’

মোস্তাফিজের সময় ভালো যাচ্ছে না। তবে সুজন বিশ্বাস করেন ফিজ এখান থেকে বেরিয়ে আসবে, ‘মুস্তাফিজ ভালো করেনি তা না, তবে গত ২ বছর সে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছে না, এটা আমাদের সবার জন‍্য উদ্বেগের ব‍্যাপার। তবে আমি বিশ্বাস করি, ফর্ম ইজ টেম্পরারি, ক্লাস ইজ পারমানেন্ট। আমি এখনও বিশ্বাস করি, মুস্তাফিজ এখান থেকে বের হয়ে আসবে, দলকে আবার ম‍্যাচ জেতাবে। এই বিশ্বাসটা আমাদের সবারই আছে।’