শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল মানবাধিকার সংস্থা চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি আদালতে মামলা জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার

জয় পেল রক্তাক্ত নাদাল

#
news image

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার সময় নাকে আঘাত পান ২২টি গ্র্যান্ড গ্ল্যাম জয়ী তারকা রাফায়েল নাদাল। নিজের র‌্যাকেটের আঘাতে নাক ফেটে রক্তপাত ঘটে নাদালের। অবশ্য এতেও দমানো যায়নি স্প্যানিশ এই তারকাকে। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালির ফাবিও ফগনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। ফগনিনির বিরুদ্ধে প্রথম সেটে হেরে যান নাদাল। দ্বিতীয় সেটে নাদাল পিছিয়ে পড়েন ২-৪ গেমে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই সেট জিতে নিলেন ৬-৪ গেমে। পরের সেট জিতলেন ৬-২ গেমে। দাঁড়াতেই দিলেন না ফগনিনিকে। সর্বশেষ সেটে দাপট দেখিয়ে ৬-১ এ জিতে নেন নাদাল। ম্যাচ শেষে নাদাল বলেন,'প্রথম থেকেই শট খেলার চেষ্টা করছিলাম কিন্তু ঠিক মতো হচ্ছিল না। খুব খারাপ খেললাম। আশা করি, খুব বেশি এরকম আর হবে না। তবে যখন এরকম হয়, ইতিবাচক থাকতে হয় এবং ধৈর্য রাখতে হয়। কারণ খেলাটা অনেক লম্বা। ' একই দিন ছিল ভেনাস-সেরেনা জুটির ম্যাচ। চার বছরের বেশি সময় পর একসঙ্গে আবার কোর্টে নামেন দুই বোন। একসঙ্গে ১৪টি ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জয়ী জুটিকে আরো একবার দেখতে গ্যালারিতে ছিল সমর্থকদের ভিড়। কিন্তু দুই বোনের ফেরাটা সুখকর হয়নি। চেক প্রজাতন্ত্রের জুটি লুসিয়ে হেরাদেস্কা ও লিন্দা নসকোভার কাছে ৭-৬ (৫), ৬-৪ গেমে হেরে যান দুই বোন।

প্রভাতী খবর ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  10:33 PM

news image

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার সময় নাকে আঘাত পান ২২টি গ্র্যান্ড গ্ল্যাম জয়ী তারকা রাফায়েল নাদাল। নিজের র‌্যাকেটের আঘাতে নাক ফেটে রক্তপাত ঘটে নাদালের। অবশ্য এতেও দমানো যায়নি স্প্যানিশ এই তারকাকে। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালির ফাবিও ফগনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। ফগনিনির বিরুদ্ধে প্রথম সেটে হেরে যান নাদাল। দ্বিতীয় সেটে নাদাল পিছিয়ে পড়েন ২-৪ গেমে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই সেট জিতে নিলেন ৬-৪ গেমে। পরের সেট জিতলেন ৬-২ গেমে। দাঁড়াতেই দিলেন না ফগনিনিকে। সর্বশেষ সেটে দাপট দেখিয়ে ৬-১ এ জিতে নেন নাদাল। ম্যাচ শেষে নাদাল বলেন,'প্রথম থেকেই শট খেলার চেষ্টা করছিলাম কিন্তু ঠিক মতো হচ্ছিল না। খুব খারাপ খেললাম। আশা করি, খুব বেশি এরকম আর হবে না। তবে যখন এরকম হয়, ইতিবাচক থাকতে হয় এবং ধৈর্য রাখতে হয়। কারণ খেলাটা অনেক লম্বা। ' একই দিন ছিল ভেনাস-সেরেনা জুটির ম্যাচ। চার বছরের বেশি সময় পর একসঙ্গে আবার কোর্টে নামেন দুই বোন। একসঙ্গে ১৪টি ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জয়ী জুটিকে আরো একবার দেখতে গ্যালারিতে ছিল সমর্থকদের ভিড়। কিন্তু দুই বোনের ফেরাটা সুখকর হয়নি। চেক প্রজাতন্ত্রের জুটি লুসিয়ে হেরাদেস্কা ও লিন্দা নসকোভার কাছে ৭-৬ (৫), ৬-৪ গেমে হেরে যান দুই বোন।