সিলেটে দুই দিনব্যাপী ভ্যাট বুথ ও হেল্পডেস্ক চালু হচ্ছে কাল

অনলাইন ডেস্ক
১০ অক্টোবর, ২০২২, 9:30 PM

সিলেটে দুই দিনব্যাপী ভ্যাট বুথ ও হেল্পডেস্ক চালু হচ্ছে কাল
সিলেটে দু’দিনব্যাপী বিশেষ ভ্যাট বুথ চালু হচ্ছে আগামীকাল।
আগামীকাল মঙ্গল ও বুধবার দু’দিনব্যাপী সিলেট মহানগরসহ জেলার ১০টি স্থানে বিশেষ ভ্যাট বুথ ও হেল্পডেস্ক চালু থাকবে। এনিয়ে সিলেটে দ্বিতীয় বারের মতো চালু হতে যাচ্ছে এ ভ্যাট বুথ। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারিত স্থানে এসব ভ্যাট বুথ খোলা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভ্যাট ব্যবস্থাকে সহজীকরন ও জনপ্রিয় করে তোলা, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, সাইন-আপ ফর্ম আপডেট, ভ্যাট রিটার্ন প্রদান ও মূসক-৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদান করা হবে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনারের উদ্যোগে ও আবগারী ও ভ্যাট বিভাগ সিলেট কর্তৃক করদাতাদের সুবিধার্থে সিলেট নগরীর গুরুত্বপূর্ণস্থান ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ১০টি ভ্যাট বুথ ও হেল্পডেস্ক স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সব ধরনের সেবা প্রদান করা হবে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাটে, সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বাসস’কে জানান, ভ্যাট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। সে লক্ষে ভ্যাট বুথ ও হেল্প ডেস্ক চালু করার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রতিটি ব্যবসায়ীরা যাতে উক্ত ভ্যাট বুথে এসে রিটার্ন দাখিল করেন এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণ করার পাশাপাশি ভ্যাট সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা গ্রহণ করতে তিনি আহ্বান জানান।
আগামী দু’দিন সিলেটের যে ১০টি স্থানে ‘ভ্যাট বুথ’ থাকবে সেগুলো হলো ১. আবগারী ও ভ্যাট বিভাগ, উপশহর, সিলেট (৫ম তলা), ২. মামার বাজার, জাফলং , সিলেট, ৩. জৈন্তাপুর বাজার, জৈন্তাপুর, সিলেট; ৪. সাদাপাথর হোটেল এন্ড রিসোর্ট, ভোলাগঞ্জ, সিলেট; ৫.ধোপাগুল, সালুটিকর, সিলেট; ৬.কাস্টমস বিভাগ, জিন্দাবাজার, সিলেট; ৭. এ. ওয়াহাব প্লাজা (নিচ তলা), চৌমুহনী, গোলাপগঞ্জ, সিলেট; ৮.জামান প্লাজা, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি চত্বর, বিয়ানীবাজার, সিলেট; ৯.রশিদপুর পয়েন্ট, বিশ্বনাথ, সিলেট; ১০. রাজভোজন রেস্টুরেন্ট, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলট।
অনলাইন ডেস্ক
১০ অক্টোবর, ২০২২, 9:30 PM

সিলেটে দু’দিনব্যাপী বিশেষ ভ্যাট বুথ চালু হচ্ছে আগামীকাল।
আগামীকাল মঙ্গল ও বুধবার দু’দিনব্যাপী সিলেট মহানগরসহ জেলার ১০টি স্থানে বিশেষ ভ্যাট বুথ ও হেল্পডেস্ক চালু থাকবে। এনিয়ে সিলেটে দ্বিতীয় বারের মতো চালু হতে যাচ্ছে এ ভ্যাট বুথ। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারিত স্থানে এসব ভ্যাট বুথ খোলা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভ্যাট ব্যবস্থাকে সহজীকরন ও জনপ্রিয় করে তোলা, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, সাইন-আপ ফর্ম আপডেট, ভ্যাট রিটার্ন প্রদান ও মূসক-৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদান করা হবে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনারের উদ্যোগে ও আবগারী ও ভ্যাট বিভাগ সিলেট কর্তৃক করদাতাদের সুবিধার্থে সিলেট নগরীর গুরুত্বপূর্ণস্থান ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ১০টি ভ্যাট বুথ ও হেল্পডেস্ক স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সব ধরনের সেবা প্রদান করা হবে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাটে, সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বাসস’কে জানান, ভ্যাট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। সে লক্ষে ভ্যাট বুথ ও হেল্প ডেস্ক চালু করার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রতিটি ব্যবসায়ীরা যাতে উক্ত ভ্যাট বুথে এসে রিটার্ন দাখিল করেন এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণ করার পাশাপাশি ভ্যাট সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা গ্রহণ করতে তিনি আহ্বান জানান।
আগামী দু’দিন সিলেটের যে ১০টি স্থানে ‘ভ্যাট বুথ’ থাকবে সেগুলো হলো ১. আবগারী ও ভ্যাট বিভাগ, উপশহর, সিলেট (৫ম তলা), ২. মামার বাজার, জাফলং , সিলেট, ৩. জৈন্তাপুর বাজার, জৈন্তাপুর, সিলেট; ৪. সাদাপাথর হোটেল এন্ড রিসোর্ট, ভোলাগঞ্জ, সিলেট; ৫.ধোপাগুল, সালুটিকর, সিলেট; ৬.কাস্টমস বিভাগ, জিন্দাবাজার, সিলেট; ৭. এ. ওয়াহাব প্লাজা (নিচ তলা), চৌমুহনী, গোলাপগঞ্জ, সিলেট; ৮.জামান প্লাজা, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি চত্বর, বিয়ানীবাজার, সিলেট; ৯.রশিদপুর পয়েন্ট, বিশ্বনাথ, সিলেট; ১০. রাজভোজন রেস্টুরেন্ট, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলট।