শিরোনামঃ
এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ আচরণবিধি লঙ্ঘন ও বিচারিক কাজে বাধার অভিযোগে রুমিন ফারহানার বিষয়ে ব্যবস্থা চেয়ে চিঠি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় শামীম আহমদ ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম আহমদ ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রভাবশালী দুই ভাইয়ের ছায়ায় জুড়ীতে ছাত্রলীগের বিক্ষোভ জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নেতৃত্বে জাকিরের পিএস নোমান কে এই প্রতারক নাহিদ,পরিচয় ও তার পেশা কি জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা 

কোস্টারিকার বদান্যতায় গ্রুপ অব ডেথের লড়াই জমজমাট

#
news image

দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে কোস্টারিকার হয়ে চমক দেখালেন কেইসার ফুলের। রোববার তার করা একমাত্র গোলে জাপানকে হারিয়ে ‘ডি’ গ্রুপের লড়াই জমিয়ে তুলেছে কোস্টারিকা (১-০)।

গ্রুপ অব ডেথে জাপান-কোস্টারিকা ছাড়াও আছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। প্রথম ম্যাচ হেরে যাওয়া জার্মানির পয়েন্ট শূন্য। বাকি তিন দলের পয়েন্টই এখন তিন।

প্রথম ম্যাচে এই কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। অন্যদিকে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় জাপান। আজ সেই জাপানকে হারিয়ে লড়াইয়ে ফিরল কোস্টারিকা।

জাপান-কোস্টারিকা দুটি ম্যাচ খেলেছে। আজ রাত ১টায় নিজেদের দ্বিতীয় অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্পেন। স্পেন, জাপান ও কোস্টারিকার পয়েন্ট সমান ৩। তবে গোল ব্যবধানের তারতম্যে সবার উপরে স্পেন। এরপর জাপান, তারপর কোস্টারিকা। আজকের রাতের ম্যাচে স্পেনকে জার্মানি হারাতে পারলে গ্রুপের চার দলেরই পয়েন্ট হবে তিন। তবে জার্মানি হারলে নক আউট পর্বে চলে যাবে স্পেন।

কাতারের আহমাদ বিন আলী স্টেডিয়ামে জাপান-কোস্টারিকার প্রথমার্ধ ম্যাচ ছিল অনেকটা পানসে। দ্বিতীয়ার্ধে বাড়ে খেলার গতি। ফিফা র‌্যাংঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপান তৈরি করে বেশকটি গোলের সুযোগ। কিন্তু কোন আক্রমণ পূর্ণতা পায়নি এশিয়ার দেশটির।

অন্যদিকে কোস্টারিকার রক্ষণ সামলানোর পাশাপাশি দ্বিতীয়ার্ধের শেষ দিকে দেখায় চমক। ৮১ মিনিটে নয়নকাড়া গোলে দলকে লিড এনে দেন কেইসার ফুলের। পুরো ম্যাচে চারটি শট নিয়েছিল কোস্টারিকা, এর মধ্যে একটি ছিল লক্ষ্যে, সেটিতেই গোল।

অন্যদিকে ১৩ শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পারলেও হতাশ জাপান শিবির। জাপান ৫টি কর্ণার আদায় করতে পারলেও কোস্টারিকা পায়নি একটিও।

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২২,  1:26 AM

news image

দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে কোস্টারিকার হয়ে চমক দেখালেন কেইসার ফুলের। রোববার তার করা একমাত্র গোলে জাপানকে হারিয়ে ‘ডি’ গ্রুপের লড়াই জমিয়ে তুলেছে কোস্টারিকা (১-০)।

গ্রুপ অব ডেথে জাপান-কোস্টারিকা ছাড়াও আছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। প্রথম ম্যাচ হেরে যাওয়া জার্মানির পয়েন্ট শূন্য। বাকি তিন দলের পয়েন্টই এখন তিন।

প্রথম ম্যাচে এই কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। অন্যদিকে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় জাপান। আজ সেই জাপানকে হারিয়ে লড়াইয়ে ফিরল কোস্টারিকা।

জাপান-কোস্টারিকা দুটি ম্যাচ খেলেছে। আজ রাত ১টায় নিজেদের দ্বিতীয় অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্পেন। স্পেন, জাপান ও কোস্টারিকার পয়েন্ট সমান ৩। তবে গোল ব্যবধানের তারতম্যে সবার উপরে স্পেন। এরপর জাপান, তারপর কোস্টারিকা। আজকের রাতের ম্যাচে স্পেনকে জার্মানি হারাতে পারলে গ্রুপের চার দলেরই পয়েন্ট হবে তিন। তবে জার্মানি হারলে নক আউট পর্বে চলে যাবে স্পেন।

কাতারের আহমাদ বিন আলী স্টেডিয়ামে জাপান-কোস্টারিকার প্রথমার্ধ ম্যাচ ছিল অনেকটা পানসে। দ্বিতীয়ার্ধে বাড়ে খেলার গতি। ফিফা র‌্যাংঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপান তৈরি করে বেশকটি গোলের সুযোগ। কিন্তু কোন আক্রমণ পূর্ণতা পায়নি এশিয়ার দেশটির।

অন্যদিকে কোস্টারিকার রক্ষণ সামলানোর পাশাপাশি দ্বিতীয়ার্ধের শেষ দিকে দেখায় চমক। ৮১ মিনিটে নয়নকাড়া গোলে দলকে লিড এনে দেন কেইসার ফুলের। পুরো ম্যাচে চারটি শট নিয়েছিল কোস্টারিকা, এর মধ্যে একটি ছিল লক্ষ্যে, সেটিতেই গোল।

অন্যদিকে ১৩ শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পারলেও হতাশ জাপান শিবির। জাপান ৫টি কর্ণার আদায় করতে পারলেও কোস্টারিকা পায়নি একটিও।