শিরোনামঃ
‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা রহিম আল-হুসাইনি আগা খান পঞ্চম-এর অভিষেক অনুষ্ঠিত আগা খান ৪র্থ আসওয়ান ,মিশরে শায়িত হলেন শিয়া ইসমাইলি মুসলিমদের ৪৯তম ইমাম আগা খানের জানাজা অনুষ্ঠিত মোহাম্মদপুর এলাকায় একটি বাজারের ক্রয়কৃত দোকান দখল, থানায় অভিযোগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ২০২৪ এর পুনর্জন্ম : উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারীর অগ্রগতি ও উন্নয়নে তথ্য অধিকার আইন চর্চার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বিশ্বকাপ খেলা হচ্ছে না বেনজেমার!

#
news image

কাতার বিশ্বকাপে ফ্রান্স দলে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমার ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। যদিও ইনজুরিতে পড়া বেনজেমার দলে ফেরার আশা করা হচ্ছিল। ২০১৪ সালের পর প্রথম দিদিয়ের দেশ্যমের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন এ বছরই ব্যালন ডিঅঁর খেতাব জয়ী বেনজেমা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির কবলে পড়ে তার বিশ^কাপে খেলার আশা ত্যাগ করতে হয়।

২০২২-২৩ মৌসুমের পুরো প্রথমার্ধ জুড়েই ফিট থাকার জন্য সংগ্রাম করতে হয়েছে বেনজেমাকে। কিন্তু  বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের হয়ে বিশ^কাপে অস্ট্রেলিয়ার মোকাবেলার জন্য পুর্নাঙ্গ অনুশীলনে অংশ নিতে দলে ফিরেন তিনি। তবে নতুন করে আবারো ইনজুরির কবলে পড়েন ৩৪ বছর বয়সি এই স্ট্রইকার।  উরুর সমস্যার কারণে তিনি নাম লেখান বাড়তে থাকা দেশ্যমের ইনজুরি তালিকায়। ১৯ নভেম্বর ইনজুরি পর্যবেক্ষনের পর বেনজেমার সুস্থতার জন্য তিন সপ্তাহ নির্ধারন করা হয়। যদিও কাগজে কলমে বিশ^কাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়নি ফরাসি স্ট্রাইকারাকে।

সোমবার বিকেলে খবর আসে লেস ব্লুস ক্যাম্পে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বেনজেমা। কারণ ২৬ জনের বিশ^কাপ স্কোয়াডে তার পরিবর্তিত হিসেবে কাউকে যুক্ত করা হয়নি এবং তার নাম রয়েছে। তবে আরএসসি স্পোর্টস দাবী করেছে উরুর সমস্যা থেকে বেনজেমা সুস্থ হয়ে উঠলেও স্কোয়াডে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীন। রিপোর্টে বলা হয় যে আগামী বৃহস্পতিবার তিনি রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরতে যাচ্ছেন। তবে এটি কেবল ব্যক্তিগত অনুশীলন। ম্যাচের জন্য পুরোপুরি ফিটনেস থেকে তিনি এখনো বেশ খানিকটা  দূরে রয়েছেন।

শেষ পর্যন্ত দেশ্যমের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বেনজেমার প্রত্যাবর্তন। তবে রিয়াল মাদ্রিদ তারকার কাতারে ফেরার সম্ভাবনা ‘ক্ষীন, একেবারেই শুন্যের কোটায়’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়। উল্লেখ্য ফ্রান্সের জাতীয় দলের হয়ে বেনজেমা এ পর্যন্ত ৯৭টি ম্যাচে নিজে ৩৭ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ২০টিতে। যদিও ব্যালন ডিঅঁর জয়ীকে ছাড়াই বেশ ভালোভাবে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে ফ্রান্স। কাতার বিশ^কাপে প্রথম দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে লেস ব্লুজরা।

বেনজেমার অনুপস্থিতিতে বর্তমান বিশ^কাপ আসরে এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে নিজে তিন গোল করার পাশাপাশি সহায়তা করেছেন একটি গোলে। অপরদিকে অলিভার গিরুদ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গোল করে পৌঁছে গেছেন ফ্রান্স জাতীয় দলের হয়ে থিয়েরি অঁরির সর্বাধিক ৫১ গোলের রেকর্ডে।   

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  11:21 PM

news image

কাতার বিশ্বকাপে ফ্রান্স দলে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমার ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। যদিও ইনজুরিতে পড়া বেনজেমার দলে ফেরার আশা করা হচ্ছিল। ২০১৪ সালের পর প্রথম দিদিয়ের দেশ্যমের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন এ বছরই ব্যালন ডিঅঁর খেতাব জয়ী বেনজেমা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির কবলে পড়ে তার বিশ^কাপে খেলার আশা ত্যাগ করতে হয়।

২০২২-২৩ মৌসুমের পুরো প্রথমার্ধ জুড়েই ফিট থাকার জন্য সংগ্রাম করতে হয়েছে বেনজেমাকে। কিন্তু  বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের হয়ে বিশ^কাপে অস্ট্রেলিয়ার মোকাবেলার জন্য পুর্নাঙ্গ অনুশীলনে অংশ নিতে দলে ফিরেন তিনি। তবে নতুন করে আবারো ইনজুরির কবলে পড়েন ৩৪ বছর বয়সি এই স্ট্রইকার।  উরুর সমস্যার কারণে তিনি নাম লেখান বাড়তে থাকা দেশ্যমের ইনজুরি তালিকায়। ১৯ নভেম্বর ইনজুরি পর্যবেক্ষনের পর বেনজেমার সুস্থতার জন্য তিন সপ্তাহ নির্ধারন করা হয়। যদিও কাগজে কলমে বিশ^কাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়নি ফরাসি স্ট্রাইকারাকে।

সোমবার বিকেলে খবর আসে লেস ব্লুস ক্যাম্পে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বেনজেমা। কারণ ২৬ জনের বিশ^কাপ স্কোয়াডে তার পরিবর্তিত হিসেবে কাউকে যুক্ত করা হয়নি এবং তার নাম রয়েছে। তবে আরএসসি স্পোর্টস দাবী করেছে উরুর সমস্যা থেকে বেনজেমা সুস্থ হয়ে উঠলেও স্কোয়াডে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীন। রিপোর্টে বলা হয় যে আগামী বৃহস্পতিবার তিনি রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরতে যাচ্ছেন। তবে এটি কেবল ব্যক্তিগত অনুশীলন। ম্যাচের জন্য পুরোপুরি ফিটনেস থেকে তিনি এখনো বেশ খানিকটা  দূরে রয়েছেন।

শেষ পর্যন্ত দেশ্যমের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বেনজেমার প্রত্যাবর্তন। তবে রিয়াল মাদ্রিদ তারকার কাতারে ফেরার সম্ভাবনা ‘ক্ষীন, একেবারেই শুন্যের কোটায়’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়। উল্লেখ্য ফ্রান্সের জাতীয় দলের হয়ে বেনজেমা এ পর্যন্ত ৯৭টি ম্যাচে নিজে ৩৭ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ২০টিতে। যদিও ব্যালন ডিঅঁর জয়ীকে ছাড়াই বেশ ভালোভাবে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে ফ্রান্স। কাতার বিশ^কাপে প্রথম দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে লেস ব্লুজরা।

বেনজেমার অনুপস্থিতিতে বর্তমান বিশ^কাপ আসরে এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে নিজে তিন গোল করার পাশাপাশি সহায়তা করেছেন একটি গোলে। অপরদিকে অলিভার গিরুদ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গোল করে পৌঁছে গেছেন ফ্রান্স জাতীয় দলের হয়ে থিয়েরি অঁরির সর্বাধিক ৫১ গোলের রেকর্ডে।