দরপতন অব্যাহত শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২২, 9:46 PM

দরপতন অব্যাহত শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুন) সূচকের টানা পতন হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ২৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৭২৫ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৩৯ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৪৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৯১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করছে।
নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২২, 9:46 PM

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুন) সূচকের টানা পতন হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ২৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৭২৫ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২২ কোটি ৩৯ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৪৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৯১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করছে।