শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল মানবাধিকার সংস্থা চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি আদালতে মামলা জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার

গণিত প্রসঙ্গে যা বললেন জানভি

#
news image

বলিউড অভিনেত্রী জানভি কাপুর। তার আরেক পরিচয় তিনি প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। সম্প্রতি গণিত নিয়ে তার বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে। জানভির পরবর্তী সিনেমা ‘গুডলাক জেরি’। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে সিনেমাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। ‘ধড়ক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, ইতিহাস ও সাহিত্য তার সবচেয়ে পছন্দের বিষয়। অন্যদিকে, গণিত একদমই পছন্দ করেন না তিনি। কারণ গণিত নাকি মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে। এই অভিনেত্রী বলেন, ‘আমি শুধু ইতিহাস ও সাহিত্য নিয়ে থাকি। এই দু’টিতে আমি খুব ভালো ফলও করেছি। একটা বিষয় একদমই মাথায় আসে না- এখন পর্যন্ত বীজগণিতের কোনো ব্যবহার করিনি, তাহলে এটা নিয়ে কেন মাথা খারাপ করেছি? মনে হয়, এটি কেন করেছি? অন্যদিকে ইতিহাস ও সাহিত্য মানুষকে সংস্কৃতিমনস্ক করে। গণিত মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে।’ তবে জানভির এই মন্তব্য নেটিজেনদের মোটেও পছন্দ হয়নি। সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে অনেকে বিদ্রƒপও করেছেন। একজন লিখেছেন, ‘আর্যভট্ট থাকলে বলতেন: তোমার আইকিউ পরীক্ষা করার জন্যই শূন্য আবিষ্কার করেছি।’ অপর একজন লিখেছেন, ‘তার গণিত শিক্ষক রাগান্বিত হয়ে এটি দেখছেন।’ ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন জানভি কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন। তার ‘গুডলাক জেরি’ সিনেমাটি ২৯ জুলাই মুক্তি পাবে। 

প্রভাতী খবর ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  10:42 PM

news image

বলিউড অভিনেত্রী জানভি কাপুর। তার আরেক পরিচয় তিনি প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। সম্প্রতি গণিত নিয়ে তার বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে। জানভির পরবর্তী সিনেমা ‘গুডলাক জেরি’। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে সিনেমাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। ‘ধড়ক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, ইতিহাস ও সাহিত্য তার সবচেয়ে পছন্দের বিষয়। অন্যদিকে, গণিত একদমই পছন্দ করেন না তিনি। কারণ গণিত নাকি মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে। এই অভিনেত্রী বলেন, ‘আমি শুধু ইতিহাস ও সাহিত্য নিয়ে থাকি। এই দু’টিতে আমি খুব ভালো ফলও করেছি। একটা বিষয় একদমই মাথায় আসে না- এখন পর্যন্ত বীজগণিতের কোনো ব্যবহার করিনি, তাহলে এটা নিয়ে কেন মাথা খারাপ করেছি? মনে হয়, এটি কেন করেছি? অন্যদিকে ইতিহাস ও সাহিত্য মানুষকে সংস্কৃতিমনস্ক করে। গণিত মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে।’ তবে জানভির এই মন্তব্য নেটিজেনদের মোটেও পছন্দ হয়নি। সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে অনেকে বিদ্রƒপও করেছেন। একজন লিখেছেন, ‘আর্যভট্ট থাকলে বলতেন: তোমার আইকিউ পরীক্ষা করার জন্যই শূন্য আবিষ্কার করেছি।’ অপর একজন লিখেছেন, ‘তার গণিত শিক্ষক রাগান্বিত হয়ে এটি দেখছেন।’ ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন জানভি কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন। তার ‘গুডলাক জেরি’ সিনেমাটি ২৯ জুলাই মুক্তি পাবে।