শিরোনামঃ
জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা রহিম আল-হুসাইনি আগা খান পঞ্চম-এর অভিষেক অনুষ্ঠিত

নৌযাত্রীদের পারাপারের সুবিধার্থে পদক্ষেপের সুপারিশ

#
news image

নৌযাত্রীদের পারাপারের সুবিধার্থে স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপের মাস্টারপ্লান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১৭ এপ্রিল) জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।

কমিটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
বৈঠকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং উহার বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি সব স্থলবন্দর সরেজমিনে পরিদর্শনে একটি সাব কমিটি গঠনের এবং কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিল করার সুপারিশ করে। কমিটি নৌযাত্রীদের পারাপারের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপসহ যাত্রীশেড, টয়লেট, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করার সুপারিশ করে।  

বৈঠকে প্রয়োজনে সময়ক্ষেপ না করে দ্রুত অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করার কথা বলা হয়। বৈঠকে পায়রাবন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের সব ধরনের সীমাবদ্ধতা দূরীকরণে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।
কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রকল্প-পরিচালক, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা। 


প্রখ/ সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  5:48 AM

news image

নৌযাত্রীদের পারাপারের সুবিধার্থে স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপের মাস্টারপ্লান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১৭ এপ্রিল) জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।

কমিটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
বৈঠকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং উহার বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি সব স্থলবন্দর সরেজমিনে পরিদর্শনে একটি সাব কমিটি গঠনের এবং কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিল করার সুপারিশ করে। কমিটি নৌযাত্রীদের পারাপারের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপসহ যাত্রীশেড, টয়লেট, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করার সুপারিশ করে।  

বৈঠকে প্রয়োজনে সময়ক্ষেপ না করে দ্রুত অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করার কথা বলা হয়। বৈঠকে পায়রাবন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের সব ধরনের সীমাবদ্ধতা দূরীকরণে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।
কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রকল্প-পরিচালক, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা। 


প্রখ/ সাদ্দাম