১০ ডিসেম্বর বিএনপির অপেক্ষায় রইলামঃপরশ
অনলাইন ডেস্ক
০১ নভেম্বর, ২০২২, 1:50 AM
১০ ডিসেম্বর বিএনপির অপেক্ষায় রইলামঃপরশ
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চায় তারা। বিএনপির অপেক্ষায় ১০ ডিসেম্বর রাজপথে অপেক্ষায় থাকবে যুবলীগ।
আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন।
শেখ পরশ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা স্বাধীনতা বিরোধীদের হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি অগ্নি সন্ত্রাস করেন তাহলে এদেশের জনগণ আপনাদের উপযুক্ত জবাব দিবে।
তিনি বলেন, আগামী ১১ নভেম্বর আপনারা টের পাবেন আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রাম করে ক্ষমতা থেকে উচ্ছেদ করা সম্ভব না। আওয়ামী লীগ এদেশের মাটি-মানুষের সংগঠন। এদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করে আসছি। জনগণকে নিয়ে রাজনীতি করি। আপনাদের মত যুদ্ধাপরাধীদের নিয়ে আমরা রাজনীতি করি না। জামাত-শিবিরের অংশগ্রহণ ছাড়া আপনারাতো পাঁচশো লোকও যোগাড় করতে পারেন না।
সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াতের মোকাবিলায় ১১ নভেম্বরের মহাসমাবেশ। এটি জনসমুদ্রে পরিণত হবে, সেখানে খোলা ময়দানে বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নির্দেশনা শুনতে সেদিন ঘর থেকে বেরিয়ে আসবেন ঢাকাবাসী। এটি হবে শান্তির সমাবেশ, উন্নয়নের সমাবেশ। বিএনপি-জামায়াতকে যেখানেই দেখবেন, সেখানে মোকাবিলা করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
অনলাইন ডেস্ক
০১ নভেম্বর, ২০২২, 1:50 AM
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চায় তারা। বিএনপির অপেক্ষায় ১০ ডিসেম্বর রাজপথে অপেক্ষায় থাকবে যুবলীগ।
আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন।
শেখ পরশ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা স্বাধীনতা বিরোধীদের হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি অগ্নি সন্ত্রাস করেন তাহলে এদেশের জনগণ আপনাদের উপযুক্ত জবাব দিবে।
তিনি বলেন, আগামী ১১ নভেম্বর আপনারা টের পাবেন আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রাম করে ক্ষমতা থেকে উচ্ছেদ করা সম্ভব না। আওয়ামী লীগ এদেশের মাটি-মানুষের সংগঠন। এদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করে আসছি। জনগণকে নিয়ে রাজনীতি করি। আপনাদের মত যুদ্ধাপরাধীদের নিয়ে আমরা রাজনীতি করি না। জামাত-শিবিরের অংশগ্রহণ ছাড়া আপনারাতো পাঁচশো লোকও যোগাড় করতে পারেন না।
সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াতের মোকাবিলায় ১১ নভেম্বরের মহাসমাবেশ। এটি জনসমুদ্রে পরিণত হবে, সেখানে খোলা ময়দানে বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নির্দেশনা শুনতে সেদিন ঘর থেকে বেরিয়ে আসবেন ঢাকাবাসী। এটি হবে শান্তির সমাবেশ, উন্নয়নের সমাবেশ। বিএনপি-জামায়াতকে যেখানেই দেখবেন, সেখানে মোকাবিলা করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।