শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল মানবাধিকার সংস্থা চেয়ারম্যান কে প্রাণনাশের হুমকি আদালতে মামলা জাতিসংঘে নারী সম্মেলনে বিশ্বব্যাপী জবাবদিহিতাপূর্ণ ফোরাম গঠনের আহ্বান বাংলাদেশের বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ বিএসিএল বেস্ট এসোসিয়েট ক্লাব লিমিটেড এর সাধারণ নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের নেতা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার

এবার জমজ চরিত্রে তিশা

#
news image

বিভিন্ন চরিত্র ও ভূমিকায় হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু কখনও জমজ হিসেবে পর্দায় ধরা দেননি। এবার সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি কাজ করেছেন জমজ চরিত্রে। নাম ‘চিংকি পিংকি’। রুবেল হাসান পরিচালিত এ নাটকে প্রথমবারের মতো জমজ চরিত্রে অভিনয় করছেন তিশা। নারীপ্রধান গল্পে তাকে দেখা যাবে একইসাথে চিংকি ও পিংকি হিসেবে। তিশা বলেন, ‘আমি এর আগে কখনও দ্বৈত বা জমজ চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম। তাই একইসাথে দুই বোনের কাজ করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।’ নির্মাতা রুবেল হাসান জানান, নাটকের গল্পটা নারীপ্রধান এবং রম্য ধরনের। তিনি বলেন, ‘‘চিংকি পিংকি’ একটা কমেডি ধাঁচের নাটক। এখানে দুই জমজ বোনের চরিত্র করছে তিশা। তাকে ঘিরেই পুরো নাটকের গল্প। অনেক কমেডি আছে, মজা আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’’ সিএমভি প্রযোজিত এ নাটকটি আসছে কোরবানি ঈদে প্রচারিত হবে বলে জানা যায়। তানজিন তিশা ছাড়াও এখানে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু প্রমুখ। এছাড়াও দুটি বিশেষ অতিথির চরিত্রে দেখা যাবে তামিম মৃধা ও জাহের আলভিকে।

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  10:02 PM

news image

বিভিন্ন চরিত্র ও ভূমিকায় হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু কখনও জমজ হিসেবে পর্দায় ধরা দেননি। এবার সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি কাজ করেছেন জমজ চরিত্রে। নাম ‘চিংকি পিংকি’। রুবেল হাসান পরিচালিত এ নাটকে প্রথমবারের মতো জমজ চরিত্রে অভিনয় করছেন তিশা। নারীপ্রধান গল্পে তাকে দেখা যাবে একইসাথে চিংকি ও পিংকি হিসেবে। তিশা বলেন, ‘আমি এর আগে কখনও দ্বৈত বা জমজ চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম। তাই একইসাথে দুই বোনের কাজ করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।’ নির্মাতা রুবেল হাসান জানান, নাটকের গল্পটা নারীপ্রধান এবং রম্য ধরনের। তিনি বলেন, ‘‘চিংকি পিংকি’ একটা কমেডি ধাঁচের নাটক। এখানে দুই জমজ বোনের চরিত্র করছে তিশা। তাকে ঘিরেই পুরো নাটকের গল্প। অনেক কমেডি আছে, মজা আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’’ সিএমভি প্রযোজিত এ নাটকটি আসছে কোরবানি ঈদে প্রচারিত হবে বলে জানা যায়। তানজিন তিশা ছাড়াও এখানে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু প্রমুখ। এছাড়াও দুটি বিশেষ অতিথির চরিত্রে দেখা যাবে তামিম মৃধা ও জাহের আলভিকে।