বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে ফরেন লিকারের সন্ধান, ডিএনসির অভিযান
![logo](https://unnayanebangladesh.com/assets/frontend/images/logo/logo.png)
অনলাইন ডেস্ক
০৪ সেপ্টেম্বর, ২০২২, 9:21 PM
![news image](https://unnayanebangladesh.com/images/news/1662290477.webp)
বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে ফরেন লিকারের সন্ধান, ডিএনসির অভিযান
রাজধানীর বনানীর একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন করতো একটি চক্র। এছাড়া খুচরাভাবে মাদকের বেচাকেনাও ছিল সেখানে। এমন অভিযোগের ভিত্তিতে বনানীর ১১ নম্বর সড়কের ওই বিলাসবহুল ভবনে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে অভিযান চলছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএনসির উপ-পরিচালক (উত্তর) রাশেদুজ্জামান।
তিনি বলেন, বনানীর ১১ নম্বর সড়কের ব্যাংক এশিয়া ভবনের ৭৭ নম্বর বাড়ির একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন চলতো। খুচরাভাবে মাদক বিক্রিও করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগের পর ওই বিলাসবহুল ভবনে অভিযান চালানো হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ, ও সিন্থেটিক গাঁজা জব্দ করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
অনলাইন ডেস্ক
০৪ সেপ্টেম্বর, ২০২২, 9:21 PM
![news image](https://unnayanebangladesh.com/images/news/1662290477.webp)
রাজধানীর বনানীর একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন করতো একটি চক্র। এছাড়া খুচরাভাবে মাদকের বেচাকেনাও ছিল সেখানে। এমন অভিযোগের ভিত্তিতে বনানীর ১১ নম্বর সড়কের ওই বিলাসবহুল ভবনে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে অভিযান চলছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএনসির উপ-পরিচালক (উত্তর) রাশেদুজ্জামান।
তিনি বলেন, বনানীর ১১ নম্বর সড়কের ব্যাংক এশিয়া ভবনের ৭৭ নম্বর বাড়ির একটি আবাসিক ফ্ল্যাটে আসর জমিয়ে বিভিন্ন মাদক সেবন চলতো। খুচরাভাবে মাদক বিক্রিও করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগের পর ওই বিলাসবহুল ভবনে অভিযান চালানো হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ, ও সিন্থেটিক গাঁজা জব্দ করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।