শিরোনামঃ
মোহাম্মদপুর এলাকায় একটি বাজারের ক্রয়কৃত দোকান দখল, থানায় অভিযোগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ২০২৪ এর পুনর্জন্ম : উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারীর অগ্রগতি ও উন্নয়নে তথ্য অধিকার আইন চর্চার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ যশোর, বাগেরহাট ও নড়াইলের ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের তিন নেতা ইডিসিএল গিলে খাচ্ছে জগলুল জুড়ীতে ভূয়া রশিদ দিয়ে কুরবানীর পশু বিক্রির অভিযোগ মোমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ মিছিল বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন সহকর্মীর শ্লীলতাহানীর পরও বহাল তবিয়তে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আশরাফ

সংসদীয় কমিটিতে তথ্য: রেলওয়েতে তিন মাসে ৩২ দুর্ঘটনা

#
news image

দেশে গত তিন মাসে রেলওয়েতে মোট ৩২টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টির তদন্ত শেষ হয়েছে এবং বাকিগুলোর বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে গতকাল রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় নাম-ঠিকানা জানা যায়নি তবে তার বয়স আনুমানিক (৪০)। পরনে ছিল চেক লুঙ্গি ও গামছা এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পেশা একজন শ্রমিক ছিলেন। বুধবার সকাল সাড়ে দশটায় মহাখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান প্রভাতী খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ তথ্য জানায় মন্ত্রণালয়। বৈঠকে বলা হয়, তদন্ত অনুযায়ী দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে রেলপথ রক্ষণাবেক্ষণসহ সব বিভাগের কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মোটিভেশন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

রেল দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্ত অনুযায়ী দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে রেলপথ রক্ষণাবেক্ষণসহ সব বিভাগের কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মোটিভেশন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ৩ আগস্ট দিনাজপুর রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারীদের সঙ্গে রেলওয়ে কর্মচারীদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর উপপরিচালক মো. শাহনেওয়াজ প্ল্যাটফরম গেট দিয়ে স্টেশনে প্রবেশের চেষ্টা করলে টিকিট কালেক্টর (টিসি) মো. রিপন মিয়া তার কাছে প্ল্যাটফরম টিকিট চাইলে তাদের মধ্যে বাগবিতান্ড হয়। পরবর্তীকালে মো. শাহনেওয়াজ  নিজেকে ডিএনসি’র কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়ার পরও তাকে ধরে কয়েক জন রেলওয়ে কর্মচারী জোর করে টিসি রুমে নিয়ে আটকে রাখে। আনুমানিক রাত আটটা ৬ মিনিটের দিকে ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছয় জন কর্মকর্তা-কর্মচারী প্ল্যাটফরমে প্রবেশ করে। ডিএনসি’র এএসআই গোলাম রাব্বানি তার হাতে থাকা এক্সপান্ড বাটন দিয়ে আরএনবি সিপাহি মাসুদ পারভেজকে মারধর করেন।
পরের দিন সকাল থেকে রেলওয়ে কর্মচারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একই দিন আনুমানিক সন্ধ্যা ছয়টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসাইন দিনাজপুর রেলওয়ে স্টেশনে আসেন। তখন রেলওয়ে কর্মচারীরা তার কাছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে প্ল্যাটফরমের বাইরে গেলে তাদের মাদক মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ করেন। এ সময় অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসাইন এমন কোনো ঘটনা ঘটবে না বলে তাদের নিশ্চয়তা দেন ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
সূত্রে জানা গেছে, কমিটি বেসরকারি খাতের ৪০টি ট্রেনের মেয়াদ উত্তীর্ণের পর নতুন করে লিজ দেওয়া বন্ধ করা ও পরবর্তী বৈঠকে ট্রেন লিজের কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে রৈল মন্ত্রণালয় ও বৈসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত চারটি ট্রেনকে নমুনা ধরে মাসিক আয় ও পরিচালনা ব্যয়ের তুলনামূলক হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকের সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, শফিকুল আজম খান, সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম শামসুজ্জোহা

২২ সেপ্টেম্বর, ২০২২,  12:00 AM

news image

দেশে গত তিন মাসে রেলওয়েতে মোট ৩২টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টির তদন্ত শেষ হয়েছে এবং বাকিগুলোর বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে গতকাল রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় নাম-ঠিকানা জানা যায়নি তবে তার বয়স আনুমানিক (৪০)। পরনে ছিল চেক লুঙ্গি ও গামছা এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পেশা একজন শ্রমিক ছিলেন। বুধবার সকাল সাড়ে দশটায় মহাখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান প্রভাতী খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ তথ্য জানায় মন্ত্রণালয়। বৈঠকে বলা হয়, তদন্ত অনুযায়ী দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে রেলপথ রক্ষণাবেক্ষণসহ সব বিভাগের কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মোটিভেশন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

রেল দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্ত অনুযায়ী দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে রেলপথ রক্ষণাবেক্ষণসহ সব বিভাগের কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মোটিভেশন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ৩ আগস্ট দিনাজপুর রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারীদের সঙ্গে রেলওয়ে কর্মচারীদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর উপপরিচালক মো. শাহনেওয়াজ প্ল্যাটফরম গেট দিয়ে স্টেশনে প্রবেশের চেষ্টা করলে টিকিট কালেক্টর (টিসি) মো. রিপন মিয়া তার কাছে প্ল্যাটফরম টিকিট চাইলে তাদের মধ্যে বাগবিতান্ড হয়। পরবর্তীকালে মো. শাহনেওয়াজ  নিজেকে ডিএনসি’র কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়ার পরও তাকে ধরে কয়েক জন রেলওয়ে কর্মচারী জোর করে টিসি রুমে নিয়ে আটকে রাখে। আনুমানিক রাত আটটা ৬ মিনিটের দিকে ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছয় জন কর্মকর্তা-কর্মচারী প্ল্যাটফরমে প্রবেশ করে। ডিএনসি’র এএসআই গোলাম রাব্বানি তার হাতে থাকা এক্সপান্ড বাটন দিয়ে আরএনবি সিপাহি মাসুদ পারভেজকে মারধর করেন।
পরের দিন সকাল থেকে রেলওয়ে কর্মচারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একই দিন আনুমানিক সন্ধ্যা ছয়টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসাইন দিনাজপুর রেলওয়ে স্টেশনে আসেন। তখন রেলওয়ে কর্মচারীরা তার কাছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে প্ল্যাটফরমের বাইরে গেলে তাদের মাদক মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ করেন। এ সময় অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসাইন এমন কোনো ঘটনা ঘটবে না বলে তাদের নিশ্চয়তা দেন ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
সূত্রে জানা গেছে, কমিটি বেসরকারি খাতের ৪০টি ট্রেনের মেয়াদ উত্তীর্ণের পর নতুন করে লিজ দেওয়া বন্ধ করা ও পরবর্তী বৈঠকে ট্রেন লিজের কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে রৈল মন্ত্রণালয় ও বৈসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত চারটি ট্রেনকে নমুনা ধরে মাসিক আয় ও পরিচালনা ব্যয়ের তুলনামূলক হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকের সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, শফিকুল আজম খান, সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।