মুমিনুলের দারুণ ক্যাচে ফিরলেন পূজারা
স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২২, 11:57 AM
মুমিনুলের দারুণ ক্যাচে ফিরলেন পূজারা
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রথম দিনটা হতাশায় কাটলেও দ্বিতীয় দিনের শুরুটা দারুণভাবে রাঙিয়েছে টাইগাররা। দিনের শুরুতে দুই ওপেনারকে ফেরানোর পর তাইজুল ইসলামের তৃতীয় শিকার হয়ে ফিরলেন চেতেশ্বর পূজারাও।
দলীয় ৭৩ রানের মাথায় শট স্লিপে মুমিনুল হকের দারুণ ক্যাচে পরিণত হয়ে ২৪ রান করে ফেরেন পূজারা। এই উইকেট পাওয়ায় ভারতের প্রথম তিনটি উইকেটই গেল তার ঝুলিতে।। এর আগে দিনের শুরুতে ভারতীয় দুই ওপেনার শুভমান গিল এবং লোকেশ রাহুলকেও ফিরিয়েছিলেন তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান। ক্রিজে ব্যাট করছেন বিরাট কোহলি এবং ঋষভ পান্ট। কোহলি ব্যক্তিগত ১৭ রান এবং পান্ত ৯ রানে অপরাজিত আছেন। এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ২২৭ রান সংগ্রহ করেছিল।
স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২২, 11:57 AM
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রথম দিনটা হতাশায় কাটলেও দ্বিতীয় দিনের শুরুটা দারুণভাবে রাঙিয়েছে টাইগাররা। দিনের শুরুতে দুই ওপেনারকে ফেরানোর পর তাইজুল ইসলামের তৃতীয় শিকার হয়ে ফিরলেন চেতেশ্বর পূজারাও।
দলীয় ৭৩ রানের মাথায় শট স্লিপে মুমিনুল হকের দারুণ ক্যাচে পরিণত হয়ে ২৪ রান করে ফেরেন পূজারা। এই উইকেট পাওয়ায় ভারতের প্রথম তিনটি উইকেটই গেল তার ঝুলিতে।। এর আগে দিনের শুরুতে ভারতীয় দুই ওপেনার শুভমান গিল এবং লোকেশ রাহুলকেও ফিরিয়েছিলেন তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান। ক্রিজে ব্যাট করছেন বিরাট কোহলি এবং ঋষভ পান্ট। কোহলি ব্যক্তিগত ১৭ রান এবং পান্ত ৯ রানে অপরাজিত আছেন। এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ২২৭ রান সংগ্রহ করেছিল।